ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২২:০২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

কুরবানির দিনে বর্জ্য অপসারণে প্রস্তুত ২০ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য ঈদের দিনেই সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে রাজধানীর দুই করপোরেশন বলে ঘোষণা দেয়া হয়েছে। এ কাজের জন্য উত্তর ও দক্ষিণ, দুই সিটির প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যে শহরকে পরিষ্কার রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

তিনি বলেন, এই কাজে প্রায় ১০ হাজার কর্মী মাঠে থাকবে। সিটি করপোরেশনের নিজস্ব যানবাহন ছাড়াও, প্রয়োজনে অতিরিক্ত গাড়ির জন্য সরকারি অন্যান্য সংস্থাকে রিকুইজিশন দেওয়া হয়েছে।

এছাড়া বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কাজে সম্পৃক্ত করার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় কুরবানি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাতে বর্জ্য সংগ্রহে আমাদের জন্য সুবিধা হবে।

উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঈদের দিন যতটুকু বর্জ্য তৈরি হবে, তা ওই দিনই অপসারণ করা হবে।

এছাড়া গতকাল বুধবার (৪ জুন) আমিনবাজার ল্যান্ডফিল ঘুরে তিনি জানান, ডিএনসিসির পক্ষ থেকে ঈদের তিন দিন প্রায় ১০ হাজার কর্মী পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত থাকবেন।

উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এসব বর্জ্য ব্যবস্থাপনায় ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডারসহ প্রয়োজনীয় যানবাহন ব্যবহার করা হবে। পাশাপাশি বিতরণ করা হয়েছে সাড়ে ১২ লাখ পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার এবং চার হাজার ক্যান স্যাভলন।