ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:১০:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

গাজায় অনাহারে ১০ লাখ নারী ও শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১০ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে আছে।  কেননা, অঞ্চলটিতে মানবকি সংকট আরও খারাপ হচ্ছে।  সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে।  খবর সংবাদ সংস্থা মেহের’র। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ জানিয়েছে, গাজায় দশ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এর অবসান হওয়া উচিত।

প্রেস টিভি অনুসারে, জাতিসংঘ সব নারী ও কন্যাশিশুদের জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

এর আগে গত রোববার গাজায় আরও সাহায্য প্রবেশের জন্য বিমান হামলায় আংশিক বিরতি ঘোষণা করে ইসরাইল।  ব্যাপক অনাহার এবং অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক নিন্দার পর এ পদক্ষেপ নেয় তেল আবিব। 

তবে, মানবিক সংস্থাগুলো জানিয়েছে,  উপকূলীয় ছিটমহলে প্রবেশকারী সাহায্য অত্যন্ত অপর্যাপ্ত।  পর্যাপ্ত খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলেও সতর্ক করেছে সংস্থাগুলো। 

বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) নিশ্চিত করেছে,  গাজার কিছু অংশে, বিশেষ করে গাজা শহরে দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে। এটি এই পরিস্থিতিকে অবরুদ্ধ উপত্যকার ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছে আইপিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, এ বছর গাজায় ৭৪টি অপুষ্টিজনিত মৃত্যুর মধ্যে ৬৩টিই ঘটেছে শুধুমাত্র জুলাই মাসে, যার মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের কম বয়সি ২৪ জন শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অনাহারজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩টিই শিশু।

মানবাধিকার গোষ্ঠীগুলো যুদ্ধের হাতিয়ার হিসেবে ‘অনাহার’কে বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে।