ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:২৩:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

ছয় নারীসহ ৯ জন পেলেন ‘পিস ইজ পসিবল’ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার

অহনা রহমান, আজরা মাহমুদ, বন্যা মির্জা, লিপি খন্দকার, মনসুরা রহমতুল্লাহ, ও নিশাত মজুমদারসহ ৯ জন পেলেন ‘পিস ইজ পসিবল’ পুরস্কার। আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল নয় বাংলাদেশিকে পিস ইজ পসিবল বা শান্তি সম্ভব পুরস্কার দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। বাকী তিনজন পুরস্কারপ্রাপ্ত হলেন, এ এইচ এম নোমান, ইফতেখায়রুল ইসলাম ও মাসুম রেজা।
শনিবার রাতে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ পুরস্কার দেওয়া হয়।
১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে ইচ্ছুক তরুণদের একটি বৈশ্বিক অলাভজনক সংস্থা জেসিআই। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সংস্থাটি ‘পিস ইজ পসিবল’ প্রচারাভিযান চালায়।
২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। সেই দিনটিতে বহু সংগঠনের মতো শান্তির বার্তা বিশ্বব্যাপী পৌঁছাতে কাজ করে জেসিআইও।

শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি সমাজে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করায় নয় ব্যক্তিকে বিভিন্ন শ্রেণিতে ‘পিস ইজ পসিবল’ পুরস্কার দেয় জেসিআই বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এবং ও বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ।
পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট আহমেদ আশফাকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ও সংস্থাটির জাতীয় পরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ‘পিস ইজ পসিবল ক্যাম্পেইন’ বাংলাদেশের পরিচালক ও জেসিআই বাংলাদেশের জাতীয় কোষাধ্যক্ষ সুমন হাওলাদার। উদ্বোধনী বক্তৃতা করেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট আহমেদ আশফাকুর রহমান।