ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২১:৫৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

জমজমাট রাজশাহীর ঈদ কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৩৭ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে কেনাকাটা জমে উঠেছে। যতই ঘনিয়ে আসছে ঈদ, ততই কেনাকাটার ধুম পড়ছে বাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহানগরীর মার্কেটগুলো ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে।

নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার আরডিএ মার্কেট, গণকপাড়া হকার্স মার্কেট, নিউ মার্কেট, কাপড়পট্টি সহ রেলস্টেশন ফুটপাত, উপশহর নিউ মার্কেট, লক্ষীপুর, বিনোদপুরের বিভিন্ন ছোট ছোট দোকান ও ফুটপাতের দোকানগুলো ঘুরে সর্বত্র ক্রেতাদের ভিড় দেখা যায়। জামা থেকে শুরু করে জুতা-স্যান্ডেল, প্রসাধনী, জুয়েলারী সবখানেই ক্রেতাদের সমাগমে তিল ধারনের জায়গা নেই। ঈদের পোষাক কিনতে বড় বড় মার্কেটগুলোতে যেমন উচ্চবিত্তদের ভিড়, তেমনি ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছে নি¤œবিত্তরা। এদিকে রমজানের পনের দিন যেতেই অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে দর্জি পাড়ার দর্জিরা।

ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী শাড়ি, থ্রি-পিস ,শাড়ি, বাচ্চাদের শার্ট ও প্যান্ট, জুতা, অন্যান্য জিনিস কিনছেন। কেনাকাটার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার ঈদে মেয়েদের পোষাকগুলো সর্বনিন্ম এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পোষাকগুলো। আর এই পোষাকগুলোর বেশিরভাগই ভারতীয়।

এছাড়াও এবছর ঈদের কেনাকাটায় ভিন্ন মাত্রা যোগ করেছে বুটিকসের পোষাক। বাহারী নকশা, সুতি, লং, এমব্রয়ডারীর কাজ করা এ পোষাকগুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে ক্রেতাদের। সর্বনি¤œ ৮০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এ পোষাকগুলো। সাবান, ফেসওয়াস, লিপিস্টিক, আই ব্রো, মাসকারা, আইলানা, লিপলোজ সহ বিভিন্ন প্রসাধনী কিনছেন তরুণীরা। এছাড়াও ঈদকে ঘিরে ভিড় বেড়েছে রোদচশমা ও ঘড়ির দোকানগুলোতে।

বিক্রেতারাও যারপর নাই ব্যস্ত। ক্রেতার মতে, প্রকৃত দামের চেয়ে সব দোকানিই অনেক বেশি দাম চাচ্ছে এখন। নিউমার্কেটের এক দোকানের এক সেলসম্যান বলেন, ঈদের বাজারে দাম তো একটু বেশি হবেই। করার কিছুই নাই। মহানগরীর নিউ মার্কেটে কাপড় কিনতে আসা সায়েদা বেগম বলেন, এখানে সব দামের কাপড় পাওয়া যায়। তাই এখানে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণী বলেন, ঈদে আমার আম্মু ,আব্বুর জন্য নতুন পোশাক কিনব আমার টিউশনির টাকা দিয়ে। পছন্দের জামা কিনে নিয়ে বাড়ি ফিরব। রাজশাহী নিউ মার্কেটের তরনী শাড়িঘরের মালিক মাইদুর ইসলাম বলেন, এ বছর বিক্রির পরিমাণ গত বছরের চেয়ে বেশি। তিনি বলেন, মেয়েদের সালোয়ার, কামিজ, সু , শাড়ি বেশি বিক্রি হচ্ছে।

এদিকে অল্প আয়ের মানুষগুলোর কেনাকাটার বিশেষ জায়গা ফুটপাতের দোকানগুলো। ফুটপাতের দোকানগুলো থেকে নিজের ও পরিবারের মানুষের চাহিদা পূরণে সচেষ্ট তারা। এখানে কিনতে আসা জুলেখা বলেন,বাচ্চার লেইগ্যা স্কার্ট কিনলাম। দাম ২০০ টাকা নিল।