ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

টিকটক বিক্রি বা বন্ধের সময়সীমা বাড়তে পারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনা কোম্পানি বাইটড্যান্সকে দেওয়া সময়সীমা বাড়াতে যাচ্ছেন বলে জানা গেছে। 

আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে হবে বা অ্যাপটি বন্ধ করতে হবে— এমন আইন কার্যকর হওয়ার কথা ছিল। 

তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এবারও সময়সীমা বাড়ানো হবে।

এটি হবে চতুর্থবারের মতো সময়সীমা বাড়ানো। মূলত জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময় ছিল। এরপর টানা কয়েক দফায় বাড়ানো হয়েছে।

গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটকের জন্য মার্কিন ক্রেতা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে। তবে রবিবার সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “হতে পারে দেব, হতে পারে দেব না। আমরা এখন টিকটক নিয়ে আলোচনা করছি। হয়তো টিকটককে মরতে দেব, আবার হয়তো না। এটা চীনের ওপরও নির্ভর করছে। তবে আমি শিশুদের জন্য এটা করতে চাই।”

টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়। তাই সরাসরি বন্ধ করে দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসও দ্বিধায় রয়েছে।

ওয়াশিংটনের চীন-বিরোধী নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, বেইজিং টিকটক ব্যবহার করে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি, ব্ল্যাকমেইল বা সেন্সরশিপ চালাতে পারে। তবে ট্রাম্প বলেছেন, তিনি আসলে অ্যাপটিকে বাঁচাতে চান।

চলতি বছরের শুরুতে একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল— যেখানে টিকটকের যুক্তরাষ্ট্র অংশকে নতুন একটি মার্কিন কোম্পানিতে রূপান্তর করার প্রস্তাব ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে নতুন শুল্ক ঘোষণার পর বেইজিং জানিয়ে দেয়, তারা এমন চুক্তি অনুমোদন করবে না। ফলে আলোচনা থমকে যায়।

তবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সূত্র।