ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২৩:২৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএনএসকে`র শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শোকের মাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে।
আজ শনিবার (৬ আগস্ট)  দুপুরে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনুর নেতৃত্বে বিএনএসকের সদস্যরা  এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, যুগ্ম-সম্পাদক লতিফা আনসারী, সাংগঠনিক সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমা, প্রচার সম্পাদক মুশফিকা নাজনীন, দপ্তর সম্পাদক দিলরুবা খান, সাংস্কৃতিক সম্পাদক সেলিনা শিউলী, নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন এলিসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই আমাদের টুঙ্গিপাড়ায় আসা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বাঙালির আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু দিয়ে আমরা এবার টুঙ্গিপাড়ায় এলাম, এতে মনটা আরও ভরে গেলো।'