ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ২৩:০২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো ‘আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না’ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে ইইউ নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা হোয়াইট হাউসের

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের এক সভায় ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্ত আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাবির সিন্ডিকেটের সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আর এ তথ্য জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে। 

ঢাবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠিত চারটি ইউনিট হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

এদিকে বিজ্ঞপ্তিতে চলতি বছর ‘ঘ’ ইউনিট থাকছে বলে উল্লেখ রয়েছে। আরও বিস্তারিত ভাবে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, “একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাঁচটির (ক, খ, গ, ঘ ও চ) পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। তবে এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইউনিটগুলোর নামেও পরিবর্তন আসবে। নামগুলো হলো- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।