ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২৩:২৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

দেড় কোটি রুপির কাপে চা খান নীতা আম্বানি!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

দেড় কোটি রুপির কাপে চা খান তিনি। আর এই কাপে করে যে চা দিয়ে তিনি দিন শুরু করেন সেই এক কাপ নরিতেক চায়ের দাম তিন লাখ রুপি। তিনি নীতা আম্বানি! বিশেষ পরিচিত এক নাম। বাংলাদেশের মানুষের কাছে তিনি হালে আরো পরিচিতি পেয়েছেন আইপিএলের কারণে। মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট টিমের মালকিন তিনি। ভারতের অন্যতম ধনকুবের মুকেশ অাম্বানির ঘরণী।

 

নীতা আম্বানি কোনো দেশের রানি নন। তবে বিত্তবৈভব রাজরানির চেয়ে কম যান না তিনি। স্বামীর পাশাপাশি নীতা নিজেরও অনেকগুলো ব্যবসা রয়েছে। সেসব ব্যবসায় তিনি আবার অনেককেই পেছনে ফেলে দিয়েছেন। সম্প্রতি ভারতের একটি পত্রিকা তার দৈনন্দিন জীবনযাপনের খুঁটিনাটি নিয়ে খবর প্রকাশ করেছে।

 

সেখানে প্রকাশিত তথ্য জানলে চোখ কপালে উঠারই কথা। ওই পত্রিকায় বলা হয়, ভারতীয় বাজারে সবচেয়ে দামী চা পাতা থেকে তৈরি হয় চা দিয়ে শুরু হয় নীতার সকাল। আর যে কাপে তিনি চা খান, তার দাম দেড় কোটি রুপি।



আসলে এই কাপ আনা হয়েছে জাপানের ‘নোরিতেক’ সংস্থা থেকে। কয়েকশ’ বছরের পুরনো সংস্থাটি চিনামাটির বাসন তৈরির জন্য বিখ্যাত। তাদের বাসনের দামও আকাশ ছোঁয়া। নীতা চায়ের কাপগুলো সোনার পাতে মোড়া। আর চা পাতা বাবদ তিনি মাসে খরচ করেন তিন লাখ রুপি।

 

বুলগারি, রাডো, গুচি, কেলভিন ক্লিন, ফসিল— আকাশ ছোঁয়া দামের এসব ব্র্যান্ডের ঘড়ি ছাড়া পরেন না নীতা। ঘড়ির বড় ধরনের সংগ্রহ রয়েছে তার। আর নীতা যেসব হাতব্যাগ ব্যবহার করেন, এর একেকটির দাম ৩০ থেকে ৪০ লাখ রুপি। এমন অসংখ্য হাতব্যাগ রয়েছে তার। ব্যাগের প্রতি নীতার দুর্বলতা সর্বজনবিদিত। তাই সব সময়ই তাকে নতুন নতুন ব্যাগ ব্যবহার করতে দেখা যায়।

 

পেড্রো, গার্সিয়া, মার্লিনের মতো দামি ব্র্যান্ডের জুতো ব্যবহার করেন আম্বানি পত্মী। যার দাম শুরুই হয় এক লাখ রুপি থেকে। আর একটা জুতা একবারের বেশি দ্বিতীয়বার পরতে দেখা যায় না তাকে।

 

ন’বছর আগে তাঁর জন্মদিনে স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন ৬০ লক্ষ মার্কিন ডলার মূল্যের এয়ারবাস। ২০১৬ সালের নিরিখে মুকেশ অাম্বানির সম্পত্তির পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সারা বিশ্বের তিনি পঞ্চম ধনী। সূত্র: হিন্দুস্তান টাইমস।