ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:০৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

নারী ক্রিকেট বিশ্বকাপ দলের যশোরের মেঘলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২২ সালের নারী বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন যশোরের মেয়ে সানজিদা আক্তার মেঘলা। দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে ২০ বছরের বাঁহাতি স্পিনার মেঘলা বাংলাদেশ দলে সুযোগ পাওয়ায় যশোরের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। মেঘলার বাড়ি যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায়।

শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেন নির্বাচকরা। বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ। ৫ মার্চ বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে চলতি বছর এইচএসসি দেয়া মেঘলা ইতিমধ্যে দেশের হয়ে চারটি টি-২০ ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচ থেকে তিনি নিয়েছেন ৩টি উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে ১১ রানে দুই উইকেট এখন পর্যন্ত তার সেরা বোলিং ফিগার।

মেঘলা বলেন, ২০১৯ বাংলাদেশের পাকিস্তান সফরে প্রথম দলে ডাক পান তিনি। ওই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি মেঘলার। তবে গতবছর দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন।

বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার আশাবাদ ব্যক্ত করে মেঘলা বলেন, বিশ্বকাপ কোয়ালিফাই থেকে দলের সাথে আছি। যদি সুযোগ পাই তাহলে দেশের জন্য, নিজের জন্য ভালে কিছু করবো। চেষ্টা থাকবে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। তিনি আদর্শের ক্রিকেটার ভারতের হারমানপ্রীত কৌরের উইকেটটি নিতে চান।

যশোর শহরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) গালর্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্রিকেটের চর্চা শুরু মেঘলার। জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষক সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার যাত্রা শুরু।

সেখানে ভালো করায় আগ্রহ বেড়ে যায় মেঘলার। তার আগ্রহে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে ভর্তি করে দেয় পরিবার। একাডেমির প্রশিক্ষক এহসানুল হক সুমন ও আসাদুল্লাহ খান বিপ্লবের তত্ত্বাবধানে ধীরে ধীরে মেঘলা উপরে ওঠেন ক্রিকেট আঙিনায়।

এক সময় ঢাকার বিকেএসপিতে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি সেখানে আরো বেশি ক্রিকেট নিয়ে অনুশীলন করেন। খেলেছেন ঢাকার বেশ কয়েকটি ক্লাবে। এখন তার লক্ষ্য আরো সামনে এগিয়ে যাওয়া।