ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

ফেসবুক ডেটিংয়ে সহায়তা করবে এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট সহকারী। সোমবার (২২ সেপ্টেম্বর) মেটা ঘোষণা করেছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের পছন্দ আরও সূক্ষ্মভাবে নির্ধারণে সাহায্য করবে এবং প্রোফাইল সাজাতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যবহারকারীরা চাইলে এআইকে নির্দিষ্ট করে বলতে পারবেন। যেমন, ‘ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ের সন্ধান চাই।’ আবার কেউ চাইলে নিজের প্রোফাইলের উত্তরগুলো আরও আকর্ষণীয় করার ক্ষেত্রেও এআইয়ের সাহায্য নিতে পারবেন।

নতুন ফিচার : মিট কিউট

সুইপ ফ্যাটিগ বা বারবার ডানে-বামে প্রোফাইল ঘাঁটার ক্লান্তি কমাতে ফেসবুক এনেছে মিট কিউট নামে নতুন ফিচার। এতে প্রতি সপ্তাহে অ্যালগরিদম অনুযায়ী ব্যবহারকারীদের জন্য একটি চমকপ্রদ ম্যাচ সাজেস্ট করবে প্ল্যাটফর্ম।

প্রতিযোগিতায় ফেসবুক

১৮–২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার গত এক বছরে ১০% বেড়েছে। যদিও টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের ১ কোটি। তার তুলনায় ফেসবুক এখনো ছোট খেলোয়াড়।

তবে ডেটিং অ্যাপগুলোর মধ্যে এআই এখন স্বাভাবিক হয়ে উঠেছে। টিন্ডারে ইতিমধ্যে এসেছে এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল। যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবি সাজেস্ট করে। হিঞ্জেও রয়েছে এআই-নির্ভর প্রম্পট রেসপন্স সাজেস্ট করার ফিচার।

প্রতিদ্বন্দ্বীদের বিনিয়োগ

টিন্ডার, হিঞ্জ, ওকেইকিউপিডের মূল কোম্পানি ম্যাচ গ্রুপ গত বছর ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ খাতে তাদের বিনিয়োগ ২ কোটি ডলারের বেশি। যদিও আর্থিক দিক থেকে কোম্পানিটি বিগত পাঁচ বছরে শেয়ার মূল্যে ৬৮% হারিয়েছে। তারপরও এআই-কে তারা ভবিষ্যতের প্রধান বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখছে।