ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৬:০৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

বন্ডিং অব জার্নালিস্ট-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বন্ডিং অব জার্নালিস্ট নামে সাংবাদিকদের একটি নতুন সংগঠন। গত মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর একটি রেস্তোরায় এ উপলক্ষে একটি মনোমুগ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে সংগঠনের উদ্যোগে সাংবাদিকদের ১০ জন সন্তানকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিশুদের  বই উপহার দেওয়া হয়। 

সভায় সংগঠনের নেত্রীবৃন্দ জানান, সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আইরীন নিয়াজী মান্না (উইমেননিউজ২৪ডটকম), তারিক আল বান্না (বাংলাদেশের খবর), মাহমুদুল কবীর (বাংলাদেশের খবর), রেজাউল করীম হীরা (ঢাকা টাইমস), ওমর ফারুক (সময়ের আলো), জাহাঙ্গীর বিপ্লব (যায় যায় দিন), এম জহিরুল ইসলাম (বাংলাদেশের খবর), মনসুর আহমেদ (নওরোজ), আবদুল্লা শিবলী (বাংলাদেশের খবর), শাহ রাজন (খোলা কাগজ), গাজী শরিফ মাহমুদ (বাংলাদেশের খবর), পাভেল তারেক (আমাদের সময়), এস.এম শামীম (প্রতিদিনের সংবাদ), মাকসুদুল বারী টিপু (ভোরের কাগজ), সালেহীন বাবু (বাংলাদেশের খবর)। 

এ সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, আকতার হোসেন (আরটিভি), খায়রুল আলম (বাংলাদেশ বুলেটিন), আশরাফুল আলম রিবলু (এটিএন বাংলা), আহমেদ তেপান্তর (আজকালের খবর), এনায়েত সাওন (ডেইলি সান), সুমন মোস্তফা (নিউজজি ২৪), বিপুল হাসান (পূর্ব পশ্চিম), নির্মল কুমার বর্মন (সময়ের আলো), এস.এম.মুন্না (নয়া শতাব্দী), সাজ্জাদ হোসেন শামীম (কালের কন্ঠ), ইউসুফ আলী বাচ্চু, রায়হান উল্লাহ (আজকালের খবর), বদরুল আলম (বাংলাদেশের খবর), মুবতাসীম ফুয়াদ (বাংলাদেশ নিউজ), মাহতাব শাফি (গ্লোবাল টিভি), মশিউর রহমান (নিউজ ২৪)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সালেহীন বাবু।