বন্দীর ওপর নির্যাতন, ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার সময় গ্রেপ্তার একজন ফিলিস্তিনি বন্দীর ওপর সৈন্যদের নির্যাতনের একটি ভিডিও ফাঁসের ফৌজদারি তদন্তকে ঘিরে গত শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
মেজর-জেনারেল পদমর্যাদার অ্যাডভোকেট জেনারেল ইয়াফাত তোমের-ইয়েরুশালমি বলেছেন, তিনি পদত্যাগ করছেন। কারণ, তিনি ২০২৪ সালের আগস্ট মাসে ভিডিওটি প্রকাশ করার অনুমোদন দিয়েছিলেন।
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ঘটনার তদন্তের ফলে পাঁচজন ইসরায়েলি সেনার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ওই তদন্তের ব্যাপক নিন্দা জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদেরা। তদন্তকারী কর্মকর্তারা যখন অভিযুক্ত সৈন্যদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন, তখন বিক্ষোভকারীরা দুটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েছিল।
ঘাঁটিতে অনুপ্রবেশের এক সপ্তাহ পর নির্যাতনের মুহূর্তগুলোর ধারণ করা একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ইসরায়েলের এন১২ নিউজ ফাঁস করে দেয়।
ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
বুধবার ইসরায়েলের কট্টরপন্থী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ভিডিও ফাঁসের বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে। তোমের-ইয়েরুশালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
তোমের-ইয়েরুশালমি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, সামরিক বাহিনীর আইন বিভাগের বিরুদ্ধে অপপ্রচারকে প্রতিহত করার প্রচেষ্টা হিসেবে এই ভিডিও প্রকাশ করা হয়েছিল। যে বিভাগকে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, যুদ্ধের সময় সেটা কলঙ্কের শিকার হয়েছে।
সহিংসতারঅবশ্যই তদন্ত করা উচিত, বলছেন কর্মকর্তা
ভিডিও ফুটেজটি সদে তেইমান আটক কেন্দ্র থেকে পাওয়া গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় অংশ নেওয়া কিছু হামাস যোদ্ধা এবং পরে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের এই আটক কেন্দ্রে রাখা হয়েছিল।
মানবাধিকার গোষ্ঠীগুলো যুদ্ধের সময় ইসরায়েলি হেফাজতে ফিলিস্তিনি বন্দীদের ওপর গুরুতর নির্যাতনের খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী কয়েক ডজন ঘটনার তদন্ত করছে। তবে তারা দাবি করেছে, ওইসব নির্যাতন পদ্ধতিগত ছিল না।
তোমের-ইয়েরুশালমি তাঁর পদত্যাগপত্রে সদে তেইমান আটক কেন্দ্রে বন্দী ব্যক্তিদের ‘নিকৃষ্টতম ধরনের সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন। তবে তিনি আরও যোগ করেছেন, এর মাধ্যমে সন্দেহজনক নির্যাতনের তদন্ত করার বাধ্যবাধকতাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না।
ইসরায়েলের কিছু রাজনীতিবিদ দ্রুত তোমের-ইয়েরুশালমির পদত্যাগকে কাজে লাগান। কাৎজ বলেছেন, যাঁরা ‘ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটান, তাঁরা আইডিএফের পোশাক পরার অযোগ্য।’
ইসরায়েলের উগ্রপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন-গভির আইন কর্মকর্তা তোমেরের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি জড়িত আরও আইন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন।
বেন–গভির নিজে ইসরায়েলি কারাগারে মেঝেতে বাঁধা অবস্থায় শুয়ে থাকা ফিলিস্তিনি বন্দীদের ওপরে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন, ৭ অক্টোবরের হামলাকারী ও তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।
চলতি মাসে যুদ্ধবিরতির অংশ হিসেবে ২০ জন ইসরায়েলি বন্দীর বিনিময়ে গাজার প্রায় ১ হাজার ৭০০ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে কেউ কেউ বন্দিদশায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে বক্তব্য দিয়েছেন।
হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মধ্যে তিনজন দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দম্ভ প্রকাশ করা বেন-গভিরের মন্তব্যের কারণে কখনো কখনো পরিস্থিতি খারাপ হতো। তাদের জিম্মিকারীরা তাঁদের মারধর করত।
অবশ্য জবাবে চরমপন্থী মন্ত্রী বেন-গভির বলেন, এসব অভিযোগ উল্টো হামাসের পক্ষেই যাচ্ছে।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি











