ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৫:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

বাজারের মেজাজ বেজায় চড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৩৩ এএম, ৩ জুন ২০১৮ রবিবার

প্রকৃতি আর বাজার দুটো যেন একে অপরের পরিপূরক। তীব্র গরমের পর দুইদিন ধরে আবহাওয়া ঠান্ডাই। আর এ ঠান্ডা আবহাওয়ায় উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশের বাজার। আজ পনেরো রোজায় বাজারের মেজাজ বেজায় চড়া। বিক্রেতারা সকাল থেকেই এক দর ধরছেন। অথচ গেল মঙ্গলবারও সবকিছুর দাম কম ছিল।

 

আজ শুক্রবার, সকাল থেকেই রাজধানীর অনেক বাজারে ক্রেতার সমাগম শুরু হয়েছে। আর স্বাভাবিকভাবেই সব জিনিসের দাম বাড়তির দিকেই দেখা গেল। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫২ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩৩ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হয়। সবজির দামও চড়া। আজ বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৭৫ টাকা, লাল আলু ২৫ টাকা, শসা ৫৫ থেকে ৬৫ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৫৫ থেকে ৬০ টাকা, বরবটি ৫২ থেকে ৫৬ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, গাজর, টমেটো ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

চালের বাজার আগের মতই বাড়তি। মৌসুমের দেশি আটাশ চালের কেজি ৩৯ থেকে ৪০ টাকা, পুরনো আটাশের কেজি ৪৫ থেকে ৪৬ আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা কেজি দরে।

 

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫১০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। ছোট আকারের এক হালি কক মুরগির দাম অন্তত ৭৮০ থেকে ৮২০ টাকা। দেশি জাতের একটি মুরগি এখন পড়ছে ২৭০ থেকে ২৯০ টাকা। ১৫৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির মাংস।

 

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি রুই মাছ এখন বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা , বড় রুই এখন দাম ৩২০-৩৫০ টাকা, পাবদা কেজি ৪২০-৪৫০ টাকা, টেংরা ৪৫০-৫০০ টাকা , সরপুঁটি মাছ ১৮০-২২০ টাকা , তেলাপিয়া কেজি ১৪০-১৬০ টাকা, কই ১৮০ থেকে ২২০ টাকা ,মলা ২৮০-৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া প্রতি কেজি দেশি শিং ও মাগুর মাছ ৬০০-৬৫০ টাকা এবং চাষের মাছগুলো ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

গুলবাগ বাজারে মাছ কিনতে আসা কামাল বলেন, দাম যতই হোক,মাছ তো কিনতেই হবে। রোজা আসায় দাম বেড়ে গেছে। আর বিক্রেতারাও জানে আমরা বাধ্য হয়েই কিনবো।