ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ১:৫৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

বাণিজ্য মেলায় শিশুদের জন্য চালু হলো দুটি জাম্পিং হাউজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল না শিশুদের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা। এ নিয়ে ‘শিশুদের বিনোদনের কিছুই নেই বাণিজ্য মেলায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে।

প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের। মেলা কর্তৃপক্ষ শিশুদের বাড়তি বিনোদনের জন্য আলাদা দুটি জাস্পিং হাউজ চালু করেছে। 

বাণিজ্য মেলায় গিয়ে দেখা গেছে, হাউজ দুটোর ভেতরে ও বাইরে শিশুরা আনন্দে মেতেছে। ভেতরে কেউ লাফাচ্ছে, নাচানাচি করছে। অনেকে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছে। মেলায় আসা অভিভাবকদের অনেককেই বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। 

রাজধানীর খিলক্ষেত থেকে মেলায় আসা সুরাইয়া নাজনীন নামে এক নারী বলেন, করোনার ভয় উপেক্ষা করে বাচ্চাদের মেলায় নিয়ে এসেছি। নিজের জন্য, বাচ্চাদের জন্য বেশ কিছু কেনাকাটাও করেছি। পুরো মেলা ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। বাচ্চাদের হাউজে পাঠিয়ে বিশ্রাম নিচ্ছি। 


রাজধানীর বাসাবো থেকে মেলায় আসা শাহিনুর আক্তার  বলেন, আমার মেয়ে (সুমি) ও ভাতিজিকে (রুহি) নিয়ে আমরা দুজন মেলায় এসেছি। কুড়িলে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে। এখন সামনে যেতে চাচ্ছে না। তাই তাদের হাউজে পাঠিয়েছি।  


ইপিবি সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী  বলেন, মেলায় আগত শিশুদের জন্য দুটি জাম্পিং হাউজের ব্যবস্থা করেছি। শুক্রবার থেকে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রতিদিন শতশত শিশু মেলায় এসে আনন্দ করছে। 


তিনি বলেন, মেলায় আসা শিশুদের জন্য মিনি পার্ক কিংবা বিনোদনের ব্যবস্থা রাখা দরকার ছিল। আগামীতেও রাখা হবে। এতে শিশুরা মেলায় এসে বেশি করে আনন্দ উপভোগ করতে পারবে। মেলার প্রতি শিশুদেরও আগ্রহ বাড়বে।

পূর্বাচলে প্রথমবারের মতই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী মেলার প্রথম দুই সপ্তাহে শিশুদের জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া মেলায় শিশুদের জন্য ভালো কোনো খেলনার দোকানও নেই। ফলে মেলায় আসা শিশুরা এবং তাদের অভিভাবকরা বেশ হতাশ ছিলেন।

আগারগাঁওয়ের মেলায় শিশুদের জন্য আলাদা পার্ক ছিল। পার্কে রঙিন সাম্পানে বসে মিউজিকের তালে তালে দোল খাওয়ার ব্যবস্থা ছিল। শিশু-কিশোরদের স‌ঙ্গে প্রাপ্তবয়স্কদেরও দোল খাওয়ার ব্যবস্থা ছিল। ঝিকঝিক ট্রেন আর চরকি, নাগরদোলা, হানি সুইং ও দোলনার পাশাপাশি হেলিকপ্টারে আকাশে ওড়ারও ব্যবস্থা ছিল শিশুদের জন্য।