ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ৯:৫২:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

বিশ্বে করোনায় আরও ১৩৬১ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৬৮ জন, যা আগের দিনের তুলনায় প্রায় তিন লাখ বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬১ জনের।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬৬ হাজার ২৬৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৯৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৭৭ জন। একই সময়ে ইসরায়েলে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৩ জনের এবং শনাক্ত হয়েছে ৮০ হাজার ৯৮৫ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৭৮৬ জন এবং মৃত ৭২ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ১৫০ জন এবং মৃত্যু ৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ৬১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। ব্রাজিলে মৃত ৩৩৫ জন এবং আক্রান্ত ৭৬ হাজার ৮৫০ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৪৪ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৪৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৩২ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।