ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারা গাজায় জঘন্য যুদ্ধাপরাধ ঘটতে থাকলেও তা ঠেকাতে পারছে না। আমাদের সরকারগুলো যখন তাদের আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে, তখন আমরা পদক্ষেপ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে তা করার চেষ্টা করেছি।

গত সোমবার ইসরায়েলের আটক অবস্থা থেকে ছাড়া পেয়ে গ্রিসে যাওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে তিনি গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান হামলা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিষয়টি তুলে ধরেন।

থুনবার্গ বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি, সেখানে গণহত্যা চলমান আছে।’ ইসরায়েলের কারাগারে নির্যাতন নিয়ে তিনি জানান, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে ও কারাগারে নির্যাতন করা হয়েছে, তা নিয়ে অনেক দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন তিনি। তবে গল্প এটা না।

থুনবার্গ বলেন, সেখানে (গাজায়) যা হচ্ছে তা হলো, ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে, একটি পুরো জাতিকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে। তারা গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখে পরিস্থিতি আরও খারাপ এবং তীব্র করে তুলছে। গাজায় মানুষ যখন অনাহারে আছে, তখন সেখানে মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টায় বাধা দিয়ে তারা আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এর আগে থুনবার্গ (২২) ইসরায়েলের আটক অবস্থা থেকে ছাড়া পেয়ে গ্রিসে যাওয়ার পর ফিলিস্তিনপন্থি উল্লসিত জনতা তাঁকে বরণ করে নেয়। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ১৬১ আন্দোলনকারী একটি ফ্লাইটে এথেন্সে এসে পৌঁছান। তাদের মধ্যে থুনবার্গও আছেন। অন্যদের মধ্যে গ্রিসের ২৭ এবং আরও প্রায় ২০ দেশের নাগরিকরা রয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, সোমবার তারা থুনবার্গসহ ৭১ আন্দোলনকারীকে বহিষ্কার করেছে। থুনবার্গ ও বিশ্বের বিভিন্ন দেশের চারশরও বেশি অধিকার আন্দোলনকারী ৪০টিরও বেশি নৌযান নিয়ে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষকবলিত ছিটমহল গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের নৌযানগুলো ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী সেগুলোর গতিরোধ করে এবং প্রায় ৪৭৯ আন্দোলনকারীকে আটক করে। তারপর থেকে এ পর্যন্ত ৩৪১ আন্দোলনকারীকে তুরস্ক, গ্রিস, জর্ডানসহ নিকটবর্তী দেশগুলোয় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সুইস ও স্প্যানিশ কর্মীরা অভিযোগ করেন, আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের অমানবিক পরিস্থিতিতে রেখেছিল। সুইজারল্যান্ডে ফেরত আসা কর্মীরা জানান, তাদের ঘুমাতে দেওয়া হয়নি, পর্যাপ্ত পানি ও খাবার দেওয়া হয়নি, অনেকে মারধরের শিকার হয়েছেন এবং খাঁচায় আটকে রাখা হয়েছিল। যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। 

থুনবার্গকে নিয়ে উপহাস ট্রাম্পের

গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করায় থুনবার্গকে নিয়ে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন ঝামেলা সৃষ্টিকারী। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তাঁকে চিকিৎসক দেখানো উচিত। তাঁর রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’ 

থুনবার্গ ও ট্রাম্পের মধ্যে বহু বছর ধরে অনলাইনে কথার লড়াই চলছে। তারা প্রায়ই একে অপরকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেন। ২০১৯ সালে ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে ব্যঙ্গ করে বলেছিলেন, তাঁর রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। জবাবে থুনবার্গ তাঁর সামাজিক মাধ্যম এক্সের পরিচিতি অংশ নিজের সম্পর্কে লিখেছেন, ‘একজন কিশোরী, যে তাঁর রাগ নিয়ন্ত্রণে কাজ করছে।’

ট্রাম্পের মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন থুনবার্গ। পোস্টে বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তাঁর চরিত্র নিয়ে ‘অতি-প্রশংসামূলক’ মন্তব্য শুনেছেন। সেই সঙ্গে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের উদ্বেগের জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে বক্তব্যের দ্বিতীয় অংশেই খোঁচা দেন থুনবার্গ। তিনি বলেন, ‘ট্রাম্পের উদ্দেশে বলছি, তথাকথিত এই রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা মোকাবিলার জন্য আপনার কাছে যদি কোনো সুপারিশ থাকে, তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব। কারণ (এ ব্যাপারে) আপনার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড দেখেই বোঝা যায়, আপনি নিজেও সম্ভবত একই সমস্যায় ভুগছেন!’