ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

রক্তিম রূপে আসছে ‘ব্লাড মুন’, হবে বিরল চন্দ্রগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

রক্তিম রূপে আসছে ‘ব্লাড মুন’, হবে বিরল চন্দ্রগ্রহণ

রক্তিম রূপে আসছে ‘ব্লাড মুন’, হবে বিরল চন্দ্রগ্রহণ

এ যেন এক স্বপ্নঘেরা রাতের অপেক্ষা! বছরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ মহাজাগতিক আয়োজন হতে চলেছে ৭ সেপ্টেম্বর যখন চাঁদ আপন রূপ বদলে উঠবে রক্তিম আলোয় ঝলমল করে। 

বিজ্ঞানীরা বলছেন, এ হবে এক বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যাকে অনেকেই চেনেন ‘ব্লাড মুন’ নামে।

এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৫ ঘণ্টা, যার মধ্যে প্রায় ৮২ মিনিট ধরে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে লাল আভা ছড়াবে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই অন্যতম দীর্ঘ চন্দ্রগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার আকাশ থেকে। ফলে বিশ্বের প্রায় ৭৭ শতাংশ মানুষ একসাথে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন।

আমাদের বাংলাদেশ থেকেও পরিপূর্ণভাবে দেখা যাবে এই বিরল দৃশ্য। আন্তর্জাতিক সময় অনুযায়ী বিকেল ৩টা অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১১টার পরই দৃশ্যমান হবে বিরল এই চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের সময়সূচি-

পেনামব্রাল ধাপ শুরু: রাত ৯টা ২৮ মিনিট, ৭ সেপ্টেম্বর
পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট
সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট, ৮ সেপ্টেম্বর
পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট
গ্রহণ সমাপ্তি: রাত ২টা ৫৫ মিনিট, ৮ সেপ্টেম্বর

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তখন, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে। এই সময় পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে চাঁদ একেবারে অদৃশ্য হয়ে যায় না। বরং সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে গিয়ে লাল ও কমলা রং চাঁদের পৃষ্ঠে পড়ে। এই প্রক্রিয়াটিই ‘রে-লি স্ক্যাটারিং’ নামে পরিচিত।

নাসার মতে, সব ব্লাড মুনের রঙ একরকম হয় না। পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলো, ধোঁয়া, কুয়াশা কিংবা আগ্নেয়গিরির ছাই থাকলে চাঁদের রঙ আরও ঘন লাল, কখনও বাদামি বা তামাটে দেখায়। এই মহাজাগতিক সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন এবং অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ থেকে। এছাড়া আফ্রিকা ও ইউরোপের অনেক অঞ্চল থেকেও আংশিক দৃশ্যমান থাকবে এই গ্রহণ।

তবে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দুঃসংবাদ এই চন্দ্রগ্রহণ আমেরিকা মহাদেশে দৃশ্যমান হবে না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার রাতে ঘটে। তখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় থাকে। এ সময় পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে চাঁদ একেবারে রক্তিম রূপ নেয় বলেই এটিকেই বলা হয় ‘ব্লাড মুন’।