ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৮:৫৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

রাশিয়া-ব্রিটেনের পালটাপালটি বক্তব্যে সরগরম জাতিসংঘের অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।  তবে, তার এই অভিযোগ ‘মিথ্যা ও বিকৃত’ বলে আখ্যা দিয়েছে ব্রিটেন। 

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জাতিসংঘে জি২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ল্যাভরভ এ কথা বলেন। 

ল্যাভরভ বলেন—‘আরেকটি সুস্পষ্ট উদাহরণ হলো ইউক্রেন সংকট, যা পশ্চিমারা উসকে দিয়েছে। এর মাধ্যমে ন্যাটো ও ইইউ ইতোমধ্যেই আমার দেশের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ ঘোষণা করেছে এবং সরাসরি এতে জড়িত।‘

ল্যাভরভ এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন। তবে জাতিসংঘ ভবনের ভেতরে জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে তার এই বক্তব্য, এর গুরুত্বকে  আরও স্পষ্ট করেছে।

তিনি রাশিয়ার পূর্বের অবস্থান পুনরাবৃত্তি করে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের জন্য দায়ী পশ্চিমাদের কর্মকাণ্ড। যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যখন মস্কোর সেনারা পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ল্যাভরভ বেরিয়ে যাওয়ার সময় বক্তব্য শুরু করেন। তিনি রাশিয়ার ‘অযৌক্তিক আগ্রাসী যুদ্ধ’র নিন্দা করে বলেন, ‘যুদ্ধের কারণ নিয়ে রাশিয়ার প্রতিনিধির মিথ্যা কল্পকাহিনী, বিভ্রান্তি আর প্রোপাগান্ডা কারও বিশ্বাসযোগ্য মনে হবে না।’

এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বিশ্ব শক্তিগুলোকে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়ার ইউক্রেনকে বশীভূত করার লক্ষ্য যে বদলেছে, তার কোনো ইঙ্গিত নেই।’