`শিশুদের ওজন বেশি হলে ভর্তি নয়`, স্কুলের বিজ্ঞপ্তিতে বিতর্কের ঝড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
শিশুদের ওজন বেশি হলে তাদের ভর্তি নেওয়া হবে না। এই সঙ্গেই জানানো হয়েছে কিছু শর্তের কথাও। সব শর্তপূরণ করতে পারলেই ভর্তি হওয়া যাবে রাজধানীর ‘প্রিপারেটরি স্কুলে’। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ‘প্লে গ্রুপে’ যারা ভর্তি হবে তাদের জন্য ‘যোগ্যতা’ বেঁধে দেওয়া হয়েছে।
স্কুলের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষার্থীর যোগ্যতা’ বলে তিনটি শর্ত দেওয়া আছে। জানানো হয়েছে, যারা প্লে-গ্রুপে ভর্তি হবে তাদের বয়স আগামী বছরের ১ জানুয়ারির হিসাবে ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা হতে হবে ৩ ফুট থেকে ৩ ফুট ৮ ইঞ্চির মধ্যে এবং তাদের ওজন হতে হবে ১৩ থেকে ২১ কেজির মধ্যে। আর এই ওজন বেঁধে দেওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল হইচই। ২১ কেজির বেশি ওজনের কোনও ছাত্র-ছাত্রীকে ভর্তি না নেওয়ার কথা কীভাবে বলতে পারে কোনও স্কুল? তা নিয়ে উঠেছে প্রশ্ন। সমাজের বিশিষ্টজনদের একাংশের কথায়, স্কুল থেকেই কোনও শিশু শিক্ষালাভ করে। কিন্তু, স্কুলের চিন্তাভাবনাই যদি এই ধরনের হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে তার গভীর প্রভাব পড়তে পারে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের অধ্যক্ষ বেলায়েত হুসেন জানান, সেই সময় থেকেই এই নিয়ম চলে আসছে। এই নিয়ে ২-১ জন ছাড়া কেউ বিশেষভাবে আপত্তি তোলেনি। তাই নিয়মের কোনও পরিবর্তন করা হয়নি। তিনি বিজ্ঞপ্তির সাফাই দিয়ে বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য, পড়ুয়াদের জন্য স্কুলে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা। মোটা ছেলেরা দুষ্টু হয়। তাদের চেয়ে অন্য বাচ্চাদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। এখানে অভিভাবকেরা অনেক টাকা খরচ করে সন্তানদের পড়ান। যারা বিশেষভাবে সক্ষম তাদের দিকে আলাদা নজর দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। ’
স্কুলে ভর্তির ক্ষেত্রে এই ধরনের শর্তকে শিশুর মানসিক বিকাশের অন্তরায় বলে মনে করেন চিকিৎসক এবং শিক্ষাবিদরা। তাঁদের মতে, নানা কারণেই শিশুর ওজনের তারতম্য হয়। এই ধরনের শর্ত দেওয়া হলে শিশু এবং তাদের অভিভাবকদের উপরে মানসিক চাপ তৈরি হয়। যা ভবিষ্যতে বিরূপ প্রভাব ফেলতে পারে।
স্কুলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের সবকটি ‘দুধের দাঁত’ অটুট থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। কোনও রকম ছোঁয়াচে রোগ থাকলে হবে না। লটারির মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয় ওই স্কুলে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, লটারিতে নাম উঠলেই হবে না। কেউ যদি ওই সব যোগ্যতাপূরণে ব্যর্থ হয়, তাহলে সে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
জানা গিয়েছে, ভর্তির জন্য লটারি হয় ২২ অক্টোবর । এখন চলছে ভর্তির অন্যান্য প্রক্রিয়া। এবার প্লে-গ্রুপে বাংলা ও ইংরেজি মিডিয়ামে ২০০ জন ছাত্রী এবং ৯০ জন ছাত্রকে ভর্তি নেওয়া হবে। তবে প্লে-গ্রুপে ভর্তির জন্য যে শর্ত দেওয়া হয়েছে সেগুলি ‘আপত্তিকর’ এবং ‘বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছেন অভিভাবক এবং ঢাকার শিক্ষাবিদরা।
- বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা, লিখলেন—‘তাদেরকে মরতে দাও’
- তেজগাঁও শিল্প এলাকায় সড়ক খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ, জনভোগান্তি
- অভিবাসীদের স্বেচ্ছা প্রত্যাবাসনে অর্থ সহায়তা বাড়ালো ফ্রান্স
- আমি জাদুকর নই: বাটলার
- শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- গাজীপুরে ফ্ল্যাটে মিলল শিক্ষিকার লাশ
- ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর
- আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
- স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
- ডিভাইসে বিভ্রাট হয় যখন
- শিশুর হাতে স্মার্টফোন দিচ্ছেন? জেনে নিন কী ক্ষতি হয়
- বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি
- এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
- খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- ‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- যমজ সন্তান জন্ম, মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর
- ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার
- আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
- খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

