ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৭:৪০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া বিজয় দিবসে পতাকা হাতে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ‘দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়’

সড়ক দুর্ঘটনায় আহত নাজিফা তুষিসহ পাঁচ অভিনয়শিল্পী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার

নাজিফা তুষি

নাজিফা তুষি

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজসহ পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত তুষি ও রাজ আইসিইউতে আছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন তারা। 

জানা গেছে, ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। প্রবল ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে তুষি-রাজ ছাড়াও ছিলেন আরো তিনজন।
 
এদিকে, ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। প্রফেসর রেজাউল করিম এর তত্ত্বাবধানে তারা চিকিৎসা নিচ্ছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রাতে গুলশান ১ নম্বরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।’

বর্তমানে শোবিজে নিয়মিত কাজ করা নাজিফা তুষি ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। তার চলচ্চিত্রে অভিষেক হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। 

অন্যদিকে শরিফুল রাজ র‍্যাম্প ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে নাজিফা তুষির সাথেই ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন।