ঢাকা, মঙ্গলবার ১০, ডিসেম্বর ২০২৪ ৫:১৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশিষ্ট চার নারী ব্যক্তিত্ব পেলেন বেগম রোকেয়া পদক বেগম রোকেয়া দিবস আজ পালিয়ে সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন আসাদ ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

প্রযুক্তি ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুরো বিশ্বেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানাভাবে প্রতারিত হচ্ছেন। হ্যাকাররা নানাভাবে ফাঁদ তৈরি করছে প্রতারণার। ব্যবহারকারীরা এসব ফাঁদে পা দিয়ে অর্থ তো বটেই মানসম্মানও খোয়াচ্ছেন।

তবে এবার অনলাইন দুর্নীতি আটকাতেই বড়সড় পদক্ষেপ নিলো মেটা। ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট মুছে দিল তারা। আর এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারির মোকাবিলা করা।

২০২৩ সালের এক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৩ লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ৬৪ বিলিয়ন ডলার খুইয়েছেন তারা। গত ২ বছর ধরে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে কম্বোডিয়া, লাওস ও মায়ানমারের এক বিরাট গ্রুপ রয়েছে এর পেছনে। অবশেষে এই কেলেঙ্কারি রুখতে বন্ধ করে দেওয়া হলো ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট।

অনলাইনে প্রতারণা রুখতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে সতর্ক থাকার। অনলাইনে অনেক সময় অপরিচিত ব্যক্তিও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। মিষ্টি কথায় ভুলিয়ে এভাবেই ফাঁদ পাতে তারা। তাই এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে অচেনা মানুষদের সঙ্গে অনলাইনে যোগাযোগের সময় বাড়তি সতর্ক থাকুন। কোনো ধরনের সন্দেহ হলেই রিপোর্ট করুন প্রোফাইলটি।


সূত্র: সিনেট