ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৭:২৫:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

অধ্যাপক সাইদা গাফ্ফারের হত্যার ঘটনায় শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্ফার (৭১) হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামাজিক প্রতিরোধ কমিটি (৬৪টি নারী, মানবাধিকার ও উন্নয়নের সংগঠনের প্ল্যাটফরম) বিবৃতি দিয়েছে। একই সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে প্রতিরোধ কমিটি।

গণমাধ্যমে পাঠানো সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে সংগঠনটি এই ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে।হত্যার শিকার  বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ দেশের বিভিন্ন শ্রেণীর নাগরিকের স্বাধীন চলাচল ও জীবন-যাপনের নিরাপত্তার বিষয়ে আশুকার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্ফার (৭১) হত্যার ঘটনা ঘটেছে। তিনি গাজীপুরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবাসিক এলাকায় বাড়ি নির্মাণের কাজ দেখাশোনার জন্য আবাসন এলাকার পাশেই একটি ভবনে ভাড়া থাকতেন। তিন দিন ধরা তিনি নিখোঁজ ছিলেন। পরে ১৪ জানুয়ারি সকালে কাশিমপুরের পানিশাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে চলাচলের রাস্তার পাশের জঙ্গল থেকে সাইদা গাফ্ফারের মরদেহ উদ্ধার করে পুলিশ।