ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১১:৩৫:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দীপু মনির আহ্বান

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি রোহিঙ্গা সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জীবন বাচাঁতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় দশ লাখ রোহিঙ্গাকে অবশ্যই নিরাপদে ও মর্যাদার সাথে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে ।
ডা. দীপু মনি আজ জাতিসংঘ সদরদপ্তরে সংস্থার রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান, সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন এবং বাংলাদেশ স্থায়ী মিশনে জেনেভা ভিত্তিক মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার প্রফেসর ইয়াং হী লী’র সাথে বৈঠককালে ডা: দীপু মনি এ কথা বলেন।
নিউইয়র্ক থেকে আজ ঢাকায় পাঠানো জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান তাঁর সাম্প্রতিক মিয়ানমার সফরের অভিজ্ঞতা বৈঠকে অবহিত করেন। এ সঙ্কটের সমাধানে মিয়ানমারের করণীয় বিষয়ে জাতিসংঘের বিবেচ্য দিকগুলো নিয়ে তিনি মিয়ানমার নেতৃত্বের সাথে আলোচনা করেন বলে ডা. দীপু মনিকে জানান।
ডা: দীপু মনি এমপি এর আগে সোমবার সকালে জাতিসংঘ সদরদপ্তরে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেনের সাথে পৃথক বৈঠক করেন। প্যাটেন গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণে মিয়ানমার সঙ্কটের সমাধানে উল্লেখিত তাঁর কর্মপরিকল্পনার প্রশংসা করেন।
প্রমীলা প্যাটেন বলেন, সম্পদ ও সামর্থ্যরে সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ, মিয়ানমার থেকে বিতারিত রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের এই ভূমিকা বিশ্ব চিরদিন স্মরণ রাখবে। সম্প্রতি জাতিসংঘের ভিকটিম সাপোর্ট ফান্ডে এক লক্ষ ডলার প্রদান করায় তিনি বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্যাটেন বলেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশ সফর করবেন। প্যাটেন আরও জানান মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের বিশেষ করে নারীদের উপর যৌন নির্যাতন সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত। বাংলাদেশ সফরকালে তিনি এসব নির্যাতিত নারীদের সাথে সরাসরি কথা বলবেন।
নারীর প্রতি সহিংস যৌন নির্যাতনের ভয়াবহ বাস্তব চিত্র ডা: দীপু মনি এমপি প্যাটেনের সামনে তুলে ধরে বলেন, যৌন সহিংসতার ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।
সোমবার বাংলাদেশ স্থায়ী মিশনে আসেন মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার প্রফেসর ইয়াং হী লী। তিনি বৈঠককালে ডা: দীপু মনি এমপি’কে জানান, তাঁর পরবর্তী রিপোর্টে তিনি চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি আরও বিস্তারিত ও গুরুত্বের সাথে তুলে ধরবেন। আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডা: দীপু মনি।
বৈঠকে ডা: দীপু মনি এমপি’র সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও স্থায়ী মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী সম্পর্কিত কমিটিতে ফিলিস্তিন পরিস্থিতির উপর আয়োজিত একটি সভায়ও বক্তব্য রাখেন ডা: দীপু মনি এমপি। সভায় ফিলিস্তিনীর সার্বভৌমত্বের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কথা উল্লেখ করে ডা: দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ও জনগণ সর্বদাই পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুইরাষ্ট্র সমাধান কাঠামোর ভিত্তিতে একটি স্বাধীন, টেকসই, সুসংহত ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের ন্যায় সঙ্গত সংগ্রামে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।