ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৯:১২:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

আমরা একটি টিপ এবং এক মুঠো রোদ্দুর

ঝর্ণা মনি  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ঝর্ণা মনি : ডেপুটি চিফ রিপোর্টার, ভোরের কাগজ।

ঝর্ণা মনি : ডেপুটি চিফ রিপোর্টার, ভোরের কাগজ।

নানা কারণে মেজাজটা ছিল চরম খিটখিটে। এর‌ ওপর সারা রাত ঘুম না হওয়ার বিরক্তি তো আছেই। অফিসে, বাসায় কারো সাথে কথাও খুব একটা বলছিলাম না। দুপুরে যাচ্ছিলাম প্রেস ক্লাব। কাকরাইল জ্যামে দুয়েক জন ভিখিরি, একজন থার্ড জেন্ডার টাকা চাইতে এলে একবার তাকিয়ে দেখিনি পর্যন্ত। কিংবা তাকিয়ে ছিলাম, দেখছিলাম না কিছুই। থার্ড জেন্ডার তো রাগে গজগজ করতে করতে গেল, ম্যাডাম কি বোবা! 
এরমধ্যেই আরেক থার্ড জেন্ডার! আগের মতো ভাবলেশহীন‌ই ছিলাম।‌ হঠাৎ আবৃত্তির মতো বললো, ওয়াও মামণি! এত বড় টিপ! আমার অনেক দিনের শখ, এরকম একটা বড় টিপের। তোমার কাছে আরেকটি আছে? থাকলে আমাকে একটা দেবে?
হঠাৎ যেন এক মুঠো রোদ্দুর একসাথে চোখে মুখে ঢেউ তুললো। মাত্র কয়েক সেকেন্ড! মাত্র কয়েক সেকেন্ডেই ডিপ্রেশন কেটে গেল।‌ মগজ তখন ফুল গিয়ারে। কিছু না ভেবেই চোখের পলকে কপাল থেকে টিপ খুলে মেয়েটির হাতে দিলাম। কিছু বলার চেষ্টা করতেই হাত দিয়ে থামিয়ে দিলাম। ততক্ষণে সিগন্যালে সবুজ বাতি। রিক্সার প্যাডেল ঘুরতে লাগলো।
(২)
একটি কালো টিপ। মাত্র একটি টিপ। কারো শখ হতে পারে! মেয়েটির চোখে ঝিলিক ছিল। বলার মধ্যে কি যেন একটা মায়া ছড়িয়ে ছিল। ওর নাম কি, জানি না। কোথায় থাকে, জানি না। রাষ্ট্র স্বীকৃতি দিলেও সমাজ ওদের স্বীকৃতি দেয়নি। অধিকারবঞ্চিত মানুষগুলো মানুষ হয়েও মূল স্রোতের বিপরীতে পার করতে হয় পুরো এক জীবন। লড়াই শুধু দুমুঠো খেয়ে বেঁচে থাকার।
(৩)
এখনো এই পৃথিবীতে রক্তখেকোদের হোলিখেলা চলে। নারীমাংসাশিরা মেতে ওঠে প্রিয় আমিষে। ঘুষ, দুর্নীতির মহোৎসব চলে দিনে রাতে। কিছু মানুষের শুধু খাই খাই আর খাই খাই। দুনিয়ার সব খাবে। পাহাড়, নদী, ভূমি এমনকি সাগর‌ও গিলে ফেলতে চায় তারা। এমন পৃথিবীতে রক্তখেকোদের বিপরীতে একজন মানুষের অনেক দিনের শখ, একটি বড় টিপ! 

কেমন যেন কয়েকটি লাইন মগজে বারবার রিপ্লে হচ্ছে।‌

ঝর্ণা মনি : ডেপুটি চিফ রিপোর্টার, ভোরের কাগজ।