ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৩:৫০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

ইডেনে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি ইডেন মহিলা কলেজ শাখার ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ  প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ও সাধারণ ছাত্রীদের নিরাপত্তা দাবিও জানানো হয়েছে। 

শনিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, ইডেন মহিলা কলেজে ছাত্র সংগঠনের ক্ষমতার ব্যবহার এই পরিস্থিতির সৃষ্টি করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানেও ছাত্র সংগঠনের আভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, আসন বাণিজ্য, প্রযুক্তির অপব্যবহার সাধারণ ছাত্রীদের অবস্থান সংকটময় করে তুলছে। এর সংগে যুক্ত হয়েছে সমাজে প্রচলিত নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ যা একই সংগে নারীর শিক্ষার সুযোগ গ্রহণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরির আশঙ্কা সৃষ্টি করে।
  
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের দাপটের কারণে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, শিক্ষার্থীরা নানান ধরনের হয়রানির শিকার হচ্ছেন, বিশেষত নারী শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতার শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কর্মকাণ্ড সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রমের অন্তরায় হয়ে উঠছে। এ ধরনের  পরিস্থিতি বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

বিবৃতিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ইডেন কলেজের ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত উত্থাপিত অভিযোগ ও পরিস্থিতির গুরুত্ব কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারী দল বিবেচনায় নিচ্ছে না। 

এই সামগ্রিক নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা মন্ত্রণালয়কে যথার্থ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে জানানো হয়। একইসঙ্গে দেশে যাতে সুস্থ ধারার ছাত্র রাজনীতির চর্চা গড়ে উঠে সেজন্য সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করা হয়। 

ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের কতিপয় নেতার বিরুদ্ধে তাদেরই সহকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যেসব গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন, তার যথার্থ তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। 

বিবৃতিতে সমগ্রিক নেতিবাচক পরিস্থিতি উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপরতার সাথে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ইডেন কলেজের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও সাধারণ ছাত্রীদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে।