ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৬:৩৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

ইরানে আন্দোলনের সমর্থনে বাংলাদেশের নারী সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইরানে সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর তরুণী মাহ্সা আমিনীর মৃত্যুর ঘটনায় উপযুক্তবিচার এবং দেশটিতে চলমান নারী নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের নারী সাংবাদিকরা। ১৬ আগস্ট রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। একই সাথে নারী নির্যাতনের প্রতিবাদ ওই দেশে বিভিন্ন শহর ও বিশ্বব্যাপী চলমান আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করেন। একই সাথে এই ঘটনায় দেশটিতে বিক্ষোভরত জনগণের ওপর নির্বিচারে শক্তি প্রয়োগের ঘটনায় নিন্দা জানানো হয়।

এসময় ইরানে আন্দোলনরত নারী সমাজ ও জনগণের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘সঠিক উপায়ে হিজাব না পরার অভিযোগে ইরানি তরুণী মাহ্সা আমিনীকে সম্প্রতি গ্রেপ্তার ও পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পুরো ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর ফলে  অজুহাতে ইরানে দীর্ঘদিন ধরে নারীরা এরকম নৃশংস জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন, শত শত নারী কারাগারে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন। ইরানের নারীরা ইরানের জনগণ এই জুলুম নির্যাতনের অবসান চায়। বাংলাদেশেও একটি গোষ্ঠী ধর্মের নামে মেয়েদের ওপর বিরাট বোঝা চাপিয়ে দিচ্ছে। আমাদের এই বিষয়গুলোকে এভাবেই শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইরানজুড়ে বিক্ষোভে হাজার হাজার মানুষকে বন্দি করা হচ্ছে, ২০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে। পোশাকের ওপর খবরদারি নারীর মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন; সেটা ইরান, আফগানিস্তান, বাংলাদেশসহ কোন দেশেই কাম্য নয়। আজকে যদি আমরা এই প্রতিবাদ না জানাই, তাহলে এই পরিস্থিতি যেকোনো দেশে হতে পারে, বাংলাদেশে হতে পারে।’

এসময় সংগঠনের নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন এলিস বলেন, ‘ধর্মের নামে নারীর ওপর যে নির্যাতন করা হয়, ধর্মের লেবাস নারীর ওপর চাপিয়ে যে জুলুম করা হয়, সেটা কিন্তু শুধু ইরানে ঘটছে না, বিশ্বব্যাপী হচ্ছে। বাংলাদেশেও প্রায়ই পোশাকের কারণে নারীদের হেনস্তা হতে হচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি।’


মানববন্ধনে নারী সাংবাদিক কেন্দ্রের দপ্তর সম্পাদক দিলরুবা খান, সদস্য আফরোজা সরকারসহ নারী সাংবাদিকরা বক্তব্য রাখেন। এসময় তারা নারীর ওপর এ ধরনের খবরদারি ও জুলুম-নির্যাতন বন্ধসহ মাহ্সা আমিনী হত্যা ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করা হয়।