ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

এনটিআরসিএ নিবন্ধনধারীদের সুখবর জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিগগিরই সিলেটে শিক্ষক-সংকট দূর হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশের তুলনায় সিলেটে শিক্ষক-সংকট সবচেয়ে বেশি। এই জন্য এনটিআরসির (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করছি- নিয়োগ প্রক্রিয়া শুরুর পর তা আর থাকবে না।

রবিবার দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগের ২৮টি উপজেলার ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে এই পর্যন্ত ৬২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হয়েছে। তার মধ্যে সিলেট জেলায় ২৬২টি; সুনামগঞ্জে ৬৮টি; মৌলভীবাজার জেলায় ১১৬টি ও হবিগঞ্জ জেলায় ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর ফলে দুই লাখ ৭০ হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে পুষ্টির যেন অভাব না হয়। তারা যেন সারাদিন বিদ্যালয়ে অভুক্ত না থাকে; সেই চিন্তা থেকে মিড ডে মিল চালু করা হয়েছে।

দীপু মনি বলেন, শিক্ষার মানোন্নয়ন করার ক্ষেত্রে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার স্থান ও রান্না পরিবেশন করার জন্য জনবলের ব্যবস্থা করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ; কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাবেক এমপি সৈয়দা জেবুননেসা হক।

উদ্বোধন হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটের ২টি; মৌলভীবাজারের ৩টি; হবিগঞ্জের ৪টি ও সুনামগঞ্জের ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

-জেডসি