ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:২৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

ওরা সবাই সাইকেল চালিয়ে স্কুলে যায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

নড়াইল জেলার সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে যায়। নিজস্ব বাহন থাকায় এখন আর তাদের ভ্যানের জন্য অপেক্ষা করতে হয় না। যাতায়াতের জন্য বাবা মায়ের কাছ থেকেও বাড়তি টাকা নিতে হয় না। 

মেয়েরা বাইসাইকেল চালানোয় প্রথম দিকে কিছুটা সামাজিক সমস্যায় পড়লেও এখন সবাই স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। বাইসাইকেল থাকায় এখানকার শতাধিক ছাত্রী নিয়মিত ও সময়মত স্কুল করতে পারছে। স্কুল পড়–য়া মেয়েরা আগামীতে বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমাজ থেকে নানা কুসংস্কার দূর করার প্রত্যয় ব্যক্ত করেছে।

স্কুল সূত্রে জানা যায়, নড়াইল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক। এ বিদ্যালয়টিতে নড়াইল সদর ও যশোরের বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার এগারোটি গ্রামের ছেলে-মেয়েরা পড়াশোনা করে।

স্কুলের ছাত্রী কাকলী জানায়, বাই-সাইকেলে করে স্কুলে আসলে সময় ও অর্থ দুটোই বাঁচে। আরেক ছাত্রী মানষী জানায়, শুধু নিজে নয়, বান্ধবীদেরকেও সাইকেলে করে স্কুলে নিয়ে আসে তারা। সাইকেল নিয়ে স্কুলে যাতায়াতে প্রথম দিকে অনেক কথা শুনতে হলেও এখন আর কেউ কিছু বলে না তাদের। এখন তারা সামনে চলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে।

আগামীতে বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার দূর করার ইচ্ছা তাদের। এ বিদ্যালয়ে ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও সাইকেল নিয়ে নিয়মিত স্কুলে যাতায়াত করে। ছাত্রীদের কোন বখাটে উত্যক্তের চেষ্টা করলে ছাত্ররা প্রতিহত করে থাকে। এ স্কুলের মেয়েদের মতো অন্যান্য স্কুলের মেয়েরাও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা বাইসাইকেল আরোহী ছাত্রীদের।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, সময় ও অর্থ বাঁচাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ছেলেদের মতো মেয়েদেরকেও সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াতের জন্য উৎসাহ দেয়া হয়। এখন ছাত্রীদের অভিভাবকরা নিজের ইচ্ছায় মেয়েদের বাইসাইকেল কিনে দিচ্ছেন। এখানে ছেলে ও মেয়েদের আলাদা করে দেখা হয় না। বাইসাইকেল চালিয়ে ৫/৭ কিলোমিটার দূরের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে থাকে। আগে ছেলেরা সাইকেল চালিয়ে স্কুলে আসলেও মেয়েদের ভ্যানে কিংবা পায়ে হেটে স্কুলে আসা যাওয়া করতে হতো। দুর্ভোগের কথা চিন্তা করে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রয়াসে সাইকেল কিনে দেয়া হয় মেয়েদের।

চার বছর আগে প্রথমে হাতে গোনা কয়েকজন ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত শুরু করে। বর্তমানে শতাধিক ছাত্রী নিয়মিত সাইকেলে স্কুলে যাতায়াত করে। এ বিদ্যালয়ের পড়াশোনা ভাল হওয়ায় ফলাফলও ভাল বলে তিনি জানান।

সূত্র : বাসস