ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১১:৫৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার ইন্টারনেট শাটডাউন চিরতরে নিষিদ্ধ করল সরকার

করোনা ‘নিয়ন্ত্রণে’, একদিনে দুই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের উন্নত দেশগুলো যেখানে কোভিড-১৯ আক্রমণে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে সংক্রমণ নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন, যা গত ১৮ মাসের মধ‌্যে সর্বনিম্ন। আর চলতি বছরের নভেম্বরে শনাক্ত ও মৃত‌্যুর হার ছিলো তলানিতে।

দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত‌্যু নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ। সর্বশেষ ওই বছরের ৫ মে একজনের মৃত‌্যুর খবর পাওয়া যায়। এরপর থেকে মৃত‌্যু বাড়তেই থাকে। মাঝে কিছুটা নিম্নমুখী হলেও এতটা নিচে কখনো নামেনি। 

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, একদিনে মারা যাওয়া দুজনই ছিলেন নারী এবং ঢাকা জেলার। অর্থাৎ একটি জেলা ব্যতীত সারাদেশ ছিলো মৃত্যুহীন।

মারা যাওয়া দুই নারীর মধ্যে একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, আরেকজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আরও ২১৪ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭০ জন।


একই সময়ে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন

একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ১৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

এই সময়ে সারাদেশে ১৯ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা।