ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৯:১৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

করোনায় আক্রান্ত টেনিস তারকা সিমোনা হালেপ

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের এক মাস না পেরতেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হালেপ।

এক টুইটবার্তায় নিজের করোনায় আক্রান্তের খবর তিনি নিজেই দিয়েছেন। টুইটারে হালেপ লিখেন– কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ শনাক্ত হয়েছি। এখন বাড়িতে সেলফ আইসোলেশনে আছি। তবে মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছি। দ্রুতই সুস্থ হয়ে উঠব বলে আশা করছি।

 গত ২২ সেপ্টেম্বর ইতালির রোমে ইতালিয়ান ওপেনের ফাইনালে ইনজুরি নিয়ে সরে দাঁড়ান হালেপের প্রতিদ্বন্দ্বী কারোলিনা প্লিসকোভা। সে সময় ৬-০ ও ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন হালেপ। যে কারণে শিরোপা তুলে দেয়া হয় তার হাতে।  

এর আগে দুবার ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠলেও রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেন। এবারই প্রথম চ্যাম্পিয়ন হলেন হালেপ।সূত্র: সিএনএন

-জেডসি