ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৪:২৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

কূটনীতিক আনারকলির ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৭ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ফেরত আনা বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সচিব মাশফি বিনতে শামসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। বুধবার (৩ আগস্ট) থেকে ওই কমিটি প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে আনারকলিকে প্রত্যাহার করা হয়।

নিষিদ্ধ মাদক মারিজুয়ানা আছে এমন খবরের ভিত্তিতে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় গত ৫ জুলাই অভিযান চালায় ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আনারকলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি জানার পরপরই আনারকলিকে বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে ফিরে আসার আদেশ জারি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঘটনার ১০ দিন পর ১৫ জুলাই কূটনীতিক আনারকলি দেশে ফিরে এসেছেন।

তিনি সময় সংবাদকে আরও জানান, শিষ্টাচার ও তার দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের অভিযোগে তাকে জাকার্তা থেকে ঢাকায় বদলি করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তা বিদেশে কর্মকালের স্বাভাবিক সময়ও এরইমধ্যে পার করেছেন।

কাজী আনারকলি পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। জানা গেছে, একজন নাইজেরিয়ান নাগরিকের সঙ্গে যৌথভাবে ওই বাসায় থাকতেন তিনি।