ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৭:২৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে কাঠগড়ায় অস্ট্রেলীয় সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনে একটি হাই-প্রোফাইল কূটনৈতিক মামলায় রুদ্ধদ্বার আদালতে অস্ট্রেলীয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক চ্যাং লেই বিচার শুরু হয়েছে।

চ্যাং লেইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশে সরবরাহ করেছেন। তবে তার পরিবার বলছে, তিনি নির্দোষ।

বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

চীনা বংশদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিজিটিএনে কাজ করতেন। ২০২০ সাল থেকে তিনি চীনের কারাগারে রয়েছেন।

তার এ আটক নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে ক্যানবেরা। সেইসঙ্গে তারা সুষ্ঠু বিচারেরও দাবি জানিয়ে আসছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চ্যাং লেইয়ের অপরাধ সম্পর্কেও স্পষ্ট জানা যায় না। এ ছাড়া কখন এ মামলার রায় ঘোষণা করা হবে, সেটাও প্রকাশ করা হচ্ছে না।

বৃহস্পতিবার আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার বলেন, তিনি ও অন্য অস্ট্রেলীয় (দূতাবাস) কর্মকর্তাদের শুনানিতে উপস্থিত থাকতে সুযোগ দেয়া হয়নি।