ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১২:০৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা মহান মে দিবস আজ ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি চুয়াডাঙ্গায় আজ ৪৩.৭ ডিগ্রি, ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাবির ৪ শিক্ষার্থীকে মারধর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রীসহ চারজনকে মারধর করেছে প্রথম বর্ষের (৪৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন আল আমিন হোসেন, জয় ভূষণ দেবনাথ, আসিফ ইকবাল ও আসমাউল হুসনা।  তারা সবাই অর্থনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বটতলার একটি দোকানে কয়েকজন শিক্ষার্থী বসে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহান, আকাশ ও তামীম, মার্কেটিং বিভাগের শাওন, প্রত্ত্বতত্ত্ব বিভাগের মাহিদসহ ১০-১২ শিক্ষার্থী ছাত্রীদের উদ্দেশ্যে নানা অশালীন মন্তব্য করতে থাকেন। এতে আল আমিন, জয় ভূষণ, আসিফ বাধা দেন। পরে খাওয়া শেষ করে দোকান থেকে বের হলে ওই ১০-১২ জন শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়ে বেধড়র মারধর করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

অভিযুক্ত সোহান বলেন, ‘বটতলায় কী হয়েছে তাই তো জানি না। আমরা তো কাল (বুধবার) বন্ধুর জন্মদিন পালন করছিলাম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। শিগগিরই ছাত্র-শৃঙ্খলা বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’