ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৭:০৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ থেকে স্কুল কলেজ খোলা সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ৬০ টাকার নিচে মিলছে না সবজি, মাছ-মাংসে আগুন আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইল একসঙ্গে ডিলিট করার উপায়

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুগলের ই-মেইল পরিষেবা জিমেইল। সারা বিশ্বে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। গুগল তার ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনামূল্যে ১৫ জিবি ফ্রি স্টোরেজ অফার করে। কিন্তু কখনও দেখা যায়, বিপুল সংখ্যক ইমেলেই জিমেইলের জায়গা এত ভর্তি হয়ে গিয়েছে যে, তা খালি করতে গিয়ে বেগ পেতে হয়। 

কেউ কেউ আবার পয়সা খরচ করে গুগল ওয়ান স্টোরেজও কিনে থাকেন। তবে আজ আপনাদের একটি সহজ পদ্ধতি শেখানো, যার সাহায্যে আপনি এক ক্লিকেই অপ্রয়োজনীয় ইমেইল আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারবেন।

জিমেইল থেকে অপ্রয়োজনীয় সব ইমেইল একসঙ্গে ডিলিট করার সহজ কৌশল

১. প্রথমেই আপনাকে জিমেল অ্যাকাউন্টে লগইন করতে হবে।

২.  সার্চ বারে চলে যেতে হবে। সেখানে গিয়ে প্রেরকের আইডি বা কোন তারিখের ইমেল আপনি খুঁজছেন, সেই তথ্যগুলো দিয়ে দিতে পারেন।
৩. ইমেইলগুলো খুঁজে পেয়ে গেলেই এক-এক করে সেগুলোকে সিলেক্ট করুন। এবার ডিলিট করে দিন।

৪. ট্র্যাশ আইকনে ক্লিক করুন। সেখান থেকে আপনার সিলেক্ট করা সব ইমেইল চিরতরে মুছে যাবে।

 

এক ক্লিকে বাল্ক ইমেইল ডিলিট করার পদ্ধতি

১. প্রথমে ওয়েব ব্রাউজার খুলুন। তারপর জিমেইল অ্যাকাউন্টে লগইন করুন।

২. তারপর আপনাকে রিফ্রেশ বাটনের নিচে আপনার ইনবক্সের ঠিক উপরে একটি চেকবক্সে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার অপ্রয়োজনীয় সমস্ত মেল ​​একই সঙ্গে মুছে ফেলা যাবে।

৩. এবার আপনাকে একটি অপশন দেখানো হবে। সেখানে লেখা থাকবে- Select all X number conversations in Primary। এখান থেকে আপনার প্রাথমিক ইমেলের সব মেইলগুলো ডিলিট হয়ে যাবে।

৪. ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনি সোশ্যাল এবং প্রোমোশনাল ইমেইলগুলোও ডিলিট করতে পারেন।