ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১:২০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

জয়পুরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৬৯ কোটি টাকা বিতরণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩ মে ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় ২০২২ সালে এক বছরে ৬৯ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা ভাতা বিতরণ করা হয়েছে। 

জেলা সমাজসেবা কার্যালয় জানায়, দরিদ্র ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে  সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয় মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বলয় নির্মাণে ৪৭ এর অধিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয় ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬৯ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা ভাতা  বিতরণ করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা হিসেবে ৩৭ হাজার ৭৬৩ জনকে দেওয়া হয়েছে  ২২ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার টাকা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা বাবদ ১৫ হাজার ৫৮৪ জনকে প্রদান করা হয়েছে ৯ কোটি ৩৫ লাখ ৪ হাজার টাকা, প্রতিবন্ধী ভাতা বাবদ ১৬ হাজার ৬৪০ জনকে ১২ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকা, হিজড়া বিশেষ ভাতা বাবদ ১৯ জনকে ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়েছে। 

এছাড়াও  প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১৮৬ জনকে ৭২ লাখ ৪৫ হাজার টাকা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি বাবদ ১৮৪ জনকে ৮১ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা,  মুক্তিযোদ্ধা সম্মানী  ভাতা বাবদ ৭৬২ জনকে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে এককালীন অনুদান বাবদ ২ হাজার ২৩৫ জনকে প্রদান করা হয়েছে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা, ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বিশেষ শিক্ষা সহায়তা বাবদ ১৬১ জনকে ৬ লাখ ৪৪ হাজার টাকা ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ এবং থালাসেমিয়া রোগীর এককালীন অনুদান বাবদ ৬৭০ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা  প্রদান করা হয়েছে। 

এ কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র লোকজনসহ অন্যান্য সুফলভোগীরা সমাজে এখন মাথা উঁচু করে চলাফেরা করতে পারে বলেও জানান উপ-পরিচালক  ইমাম হাসিম