ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৩:৫১:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করুক: প্রধানমন্ত্রী সবজির বাজারে স্বস্তি নেই যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

তনুশ্রীর কোপে পূজার #MenToo আন্দোলন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডে #MeToo আন্দোলন শুরু করেছিলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। এরপর বহু ঝড় বয়ে গেছে হিন্দি সিনেমার এ জগতে। সেই বাতাস এখনও রয়েছে ইন্ডাস্ট্রিতে।

তারই মধ্যে কয়েকদিন আগে #MenToo আন্দোলনের ঘোষণা দেন আরেক সাবেক অভিনেত্রী পূজা বেদী। ধর্ষণের অভিযোগে তার ঘনিষ্ঠ বন্ধু করণ ওবেরয় গ্রেপ্তার হওয়ার পর তিনি এই আন্দোলনের ঘোষণা দেন।

পূজা বেদীর সেই #MenToo আন্দোলনে মহা বিরক্ত ও হতবাক অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি বলেন, ‘আমার কিছু করার নেই। তবে আমি এরকম অসহ্য আন্দোলনের মতো জিনিস আগে কখনও শুনিনি।’

তনুশ্রী বলেন, ‘আমি করণ ওবেরয়ের ঘটনাটি জানতাম না, যেটি নিয়ে পূজা বেদী আন্দোলন শুরু করেছেন। ওই ঘটনাটা পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করতে চাই না। তবে এই ঘটনাগুলো কতটা সাদা বা কালো তা ভালোভাবে ভেবে দেখা দরকার।’

বলিউডের হট সেনসেশন অভিনেত্রী রাখি সাওয়ান্তের প্রসঙ্গ টেনে আনেন তনুশ্রী। মনে করিয়ে দেন, এর আগে রাখি #MenToo আন্দোলন শুরু করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন। তনুশ্রীর মন্তব্য, ‘সেই কমেডি সার্কাস আমি দেখেছি।’

কয়েকদিন আগে পূজা বেদী বন্ধু করণ ওবেরয়ের গ্রেপ্তার বিষয়ে বলেন, করণকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা সমাজে সবার সমান অধিকারের কথা বলি। কিন্তু বাস্তবে তা ঘটছে কি? তাই এবার আমি ছেলেদের সুরক্ষা ও অধিকারের স্বার্থে লড়বো। সে জন্যই #MenToo আন্দোলন শুরু করলাম।’

-জেডসি