ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৪:২৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

তিন জেলায় ধর্ষণের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের তিন জেলায় দলবদ্ধ ধর্ষণ ও মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ এবং কিশোরীর গোসলের ছবি তুলে সে ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি এসব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনাসমূহে জড়িতদের যথাযথ শাস্তির দাবিও জানিয়েছে নারীবাদি সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

রবিবার (৬ ফেব্রুয়ারি) ও সোমবারের (৭ ফেব্রুয়ারি) বিভিন্ন জাতীয় পত্রিকার খবরের বরাতে বলা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় রেলপথ ধরে ঘোরাঘুরির সময় ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে রাজিব মিয়া ও পৌর এলাকার চামড়াব গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত মিয়াসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে ঘোড়াশাল স্টেশনের এক নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারধর করে গৃহবধূকে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে ঘটনার শিকার ওই গৃহবধূর স্বামী ৯৯৯-এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচদোনা থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ইস্পাহানি মাঝির গলির এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা গেছে, টিকটক ভিডিও করার জন্য বুধবার বিকালে কিশোরীকে ডেকে নিয়ে যায় বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার আক্তার হোসেনের ছেলে বিল্লু ও তার পাঁচ সহযোগী। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিওর কাজ করে। পরে কিশোরীকে রাতে ইস্পাহানি মাঝির গলির এলাকার নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় বিল্লুর পাঁচ সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে বিল্লুর তিন সহযোগীকে আটক করেন। এ সময় কৌশলে বিল্লু ও তার অপর সহযোগীরা পালিয়ে যায়।

কুমিল্লা জেলার মুরাদনগরের কামাল্লা গ্রামের এক কিশোরীর গোসলের ছবি তুলে শিরু মোল্লার ছেলে মো. তোফাজ্জল ছবি ফেসবুকে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণের করে। ওই ঘটনা বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জামাল ও এলাকার গণ্যমান্য লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার লক্ষ্যে ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ শুক্রবার সন্ধ্যায় সামাজিকভাবে কামাল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তোফাজ্জলকে ২ লাখ টাকা জরিমানা করে।  

বিবৃতিতে সংগঠনটি এধরনের সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে এই অবস্থা থেকে উত্তরনের লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিতকরণে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।