ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৫:২০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

দেশের নারী ক্রিকেটে সফলতার বছর ২০২১

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদায়ী বছর ২০২১ সাল দেশে ছেলেদের ক্রিকেটে নিঃসন্দেহে একটি হতাশার বছর। বাজে পারফর্মেন্সের পাশাপাশি বিভিন্ন আভ্যন্তরীণ দ্বন্দ্বে টালমাটাল ক্রিকেট। অন্যদিকে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে ২০২১ সাল বেশ আশা জাগানিয়া। স্বল্প হলেও দারুণ কিছু সাফল্য এসেছে এ বছর।

করোনা পরিস্থিতির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোভিড বিরতির পর আইসিসির সব শীর্ষ দেশের মেয়েদের ব্যস্ততা অনেক থাকলেও বাংলাদেশের মেয়েদের জন্য খুব বেশি ম্যাচের ব্যবস্থা করতে পারেনি বিসিবি। করোনাকাল শেষে সাফল্য দিয়েই শুরু হয় বাঘিনীদের আন্তর্জাতিক ক্রিকেট অভিযান।

নারী ক্রিকেট সাধারণত মনোযোগ কিংবা আকর্ষনটা কম থাকলেও তারা প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে। 

সকল হতাশাজনক আলোচনা এবং ফলাফলের মধ্যে বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের খবরটি উপভোগ করার মত ছিল। হারারেতে নয় দলের বাছাই পর্বের টুর্নামেন্ট বাতিল হবার পর বাংলাদেশ দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডে ২০২২ সালের নারী বিশ্বকাপে খেলার সুযোগ পায়। 

দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন ধরন অমিক্রন দেখা দেয়ায় আয়োজক দেশ জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টটি স্থগিত করে।

পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আসর শুরু করে নারী ক্রিকেট দল। এরপর যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারায় তারা। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে  ১৬ রানে তারা। তারপরও বি গ্রুপে শীর্ষে ছিলো বাংলাদেশ।

দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান শারমিন সুপ্তা: এ বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন শারমিন আক্তার সুপ্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী।

এবছর ২৩ নভেম্বর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সেঞ্চুরি হাঁকান গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা। এটি ছিল তার ক্যারিয়ারের ২৬তম ম্যাচ।

পুরুষ দলে যেমন প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম উঠে আসবে মেহরাব হোসেন অপির, তেমনি নারী ক্রিকেটেও প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে উঠে আসবে শারমিন আক্তার সুপ্তার নাম।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রান করে অপরাজিত থাকেন সুপ্তা। ১১টি বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান তিনি।

এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল সালমা খাতুন এবং রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রান করেছিলেন সালমা খাতুন।

শারমিন আক্তার বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৪৩তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। শারমিন একই বিভাগ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন।