ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২২:০১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

নাটোরে অনলাইনে যাচ্ছে ঋণ কার্যক্রম

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে অনলাইনে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ কার্যক্রম। এ উপলক্ষে  মঙ্গলবার পিডিবিএফ’র নাটোর আঞ্চলিক কার্যালয়ে তিন জেলার ১২২ কর্মকর্তা-কর্মচারীর হাতে আনুষ্ঠানিকভাবে ট্যাব তুলে দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাজ্জাকুল ইসলাম।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। যে কোন নাগরিক সেবা অনলাইনের আওতায় আসলে কাজের গতিশীলতা বৃদ্ধি পায় এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। পিডিবিএফ এর ঋণ বিতরণকারী এবং ঋণ গ্রহীতা-উভয় পক্ষই অনলাইন কার্যক্রমের সুফল অর্জনে সক্ষম হবেন।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নাটোর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মালেক সভাপতির বক্তব্যে বলেন, পিডিবিএফ-এর মাঠ পর্যায়ের কর্মীরা সারাদিনে তাদের ট্যাবে সংগৃহিত তথ্য দিন শেষে ওয়াই-ফাই সংযুক্ত উপজেলা কার্যালয়ের সফটওয়ারে আপলোড করবেন।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাঊন্ডেশন (পিডিবিএফ) সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মোঃ মনারুল ইসলাম বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের ২০টি জেলার ১০০ উপজেলার দুই লাখ পাঁচ হাজার ২৫২টি গ্রামীণ পরিবারের প্রায় দশ লক্ষ গ্রামীণ জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচন, আত্ম-কর্মস্থান সৃষ্টি, আয়বর্ধনমূলক কর্মকান্ড ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে পিডিবিএফ। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে পর্যায়ক্রমে সকল কার্যালয়ের মাঠ পর্যায়ের কার্যক্রমকে অনলাইন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নাটোর আঞ্চলিক কার্যালয়ের আওতায় নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার মোট ১৭ টি উপজেলায় প্রান্তিক পর্যায়ে মোট এক হাজার ৮২ টি সমিতি গঠন করে এর ২৯ হাজার ২৫ জন সদস্যের মাঝে শতকরা পাঁচ ভাগ সার্ভিস চার্জে ৮৫ কোটি ৬৫ লক্ষ টাকা, এক হাজার ৫২৩ জন উদ্যোক্তার মাঝে শতকরা সাড়ে বারো ভাগ সার্ভিস চার্জে ৩৩ কোটি ৮২ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া নাটোর জেলায় পিডিবিএফ চলতি অর্থ বছর থেকে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পর্যায়ে মাত্র সাড়ে তিন শতাংশ সার্ভিস চার্জে ৭৩ জনকে সাড়ে ২১ লক্ষ টাকা ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
এছাড়াও তারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচন, আতœ-কর্মস্থান সৃষ্টি, আয়বর্ধনমূলক কর্মকান্ড ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। ঋণ সহায়তা ও পুঁজি গঠন ছাড়াও নারী উন্নয়ন এবং সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আয় বৃদ্ধিমূলক এবং সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে আসছে।