ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৩:১৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ট্রফি নিয়ে ফটোসেশনে অধিনায়করা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ২১ ফেব্রুয়ারি। তার আগে সোমবার ট্রফিসহ গণমাধ্যমের সাথে মুখোমুখি হন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা।সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তারোঙ্গা চিড়িয়াখানায় এদিন ফটোসেশনে অংশ নেন তারা।

২০১৮ সালে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নেয় সালমা খাতুনের দল।

ছোট ফরম্যাটের বিশ্ব আসরেও গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ নারী দলকে।

এই প্রসঙ্গে সালমা বলেন, এশিয়া কাপের যাত্রা আমাদের জন্য রোমাঞ্চকর ছিল। এখন দৃষ্টি বিশ্বকাপে। আপাতত ভাবনায় আছে কীভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করা যায়।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার কারণে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নারী দলের কাপ্তান।তিনি বলেন, আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। অনুপ্রাণিত হয়ে আমরা শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে চাই।

এদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। পার্থে ভারতের বিপক্ষের লড়বে টাইগ্রেসরা।নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৭ ফেব্রুয়ারি ক্যানেভেরায় বসবে ম্যাচটি।নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ফেব্রুয়ারি এবং ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজরা। দুটি ম্যাচ আয়োজন করা হবে মেলবোর্নের জংশন ওভালে।

দুই গ্রুপের সেরা চারটি দল খেলবে সেমিফাইনাল। শিরোপার লড়াইয়ে ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুখোমুখি হবে সেমিতে জয়ী দুই দল।

-জেডসি