ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১২:৫৫:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ আজ শুরু জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসদের সূচি

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বসছে অস্ট্রেলিয়ায়। আজ শুক্রবার সিডনি শোগ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। পার্থে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি।

বিশ্বকাপের মূল আসরের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সালমা খাতুনদের। ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হবার পর আজ পাকিস্তান নারী দলের মুখোমুখি হয়েছিল বাঘিনীরা। সেখানে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে তারা।

গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ নারী দল ছাড়াও আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল আসরে তিনটি ভিন্ন ভেন্যুতে গ্রুপ পর্বে মোট ৪ টি ম্যাচ খেলবে সালমা খাতুনের দল।

এই প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার সুখস্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া টাইগ্রেসরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ টি ম্যাচ দেখা যাবে গাজী টিভিতে। বাকি ম্যাচগুলো দেখা যাবে র‍্যাবিটহোলের অ্যাপ ও ওয়েবসাইটে।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

২৪ ফেব্রুয়ারি- ভারতীয় নারী দল বনাম বাংলাদেশ নারী দল, ওকাকা, পার্থ।
২৭ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল, মানুকা ওভাল, ক্যানবেরা।
২৯ ফেব্রুয়ারি- নিউজিল্যান্ড নারী দল বনাম বাংলাদেশ নারী দল,জাংশন ওভাল, মেলবোর্ন।
২ মার্চ- শ্রীলঙ্কা নারী দল বনাম বাংলাদেশ নারী দল, জাংশন ওভাল, মেলবোর্ন।

-জেডসি