ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৫:৩৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

নারী-পুরুষ সমান অধিকারে নিলো ভারতীয় সেনাবাহিনী পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী কর্মকর্তারা যেন পুরুষের সমান অধিকার পান সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ১০৮ জন মহিলা অফিসারকে সেনাবাহিনীর কর্নেল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীতে এত বেশি সংখ্যক মহিলা কর্মকর্তাকে একসঙ্গে কর্নেল পদে পদোন্নতি দেওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন অভিজ্ঞ মহল।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্নেল পদে উন্নীত হওয়া মহিলা কর্মকর্তাদের এই মাসেই দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ জারি করা হবে। চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত পদোন্নতি পাওয়া মহিলা সেনা কর্মকর্তাদের বিভিন্ন শাখায় দায়িত্বভার গ্রহণের বিজ্ঞপ্তি জারি হবে।

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে মহিলা কর্মকর্তাদের তাদের পুরুষ সহকর্মীদের সমকক্ষে নিয়ে যেতে গঠিত বিশেষ নির্বাচনি বোর্ডে গঠন করা হয়েছিল। এই প্রক্রিয়া গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

ভারতীয় সেনাবাহিনীতে গত ১৯৯২ সাল থেকে ২০০৬ সালের ব্যাচে বিভিন্ন বিভাগে ১০৮ জন কর্নেল শূন্য পদ রয়েছে। যার জন্য দাবিদার ২৪৪ জন মহিলা আধিকারিক। তাদের মধ্য থেকে ১০৮ জনকে বেছে নেওয়া হয়েছে।


এই পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ৬০ জন মহিলা কর্মকর্তার সমন্বয়ে একটি নির্বাচনি বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে ৬ হাজার ৮০৭ জনের বেশি নারী যুক্ত রয়েছেন।