নারীর ক্ষমতায়নকে গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা, ইউএন উইমেন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
‘স্ট্রেংদেনিং জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট অ্যাকশন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তফা কামাল, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেয়া খান, অতিরিক্ত সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; দিলরুবা হায়দার, প্রোগ্রাম স্পেশালিস্ট, ইউএন উইমেন এবং নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম, ফার্স্ট সেক্রেটারি, সুইডেন দূতাবাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. খায়রুজ্জামান, ডেপুটি সেক্রেটারি এবং প্রকল্প পরিচালক, তিনি আজকের কর্মশালার গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে তুলে ধরেন, সেই সাথে তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সবাইকে আজকের এই কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর পক্ষ থেকে প্রকল্পটি সম্পর্কে সকলকে অবহিত করতে বিস্তারিত উপস্থাপন করেন শাকিলা ইয়াসমিন। তিনি এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তার বক্তব্যে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব দিলরুবা হায়দার, প্রোগ্রাম স্পেশালিস্ট, ইউএন উইমেন বলেন, এই প্রকল্পটি ছোট হলেও এটি বেশকিছু সুদূরপ্রসারী পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নারী পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস নায়োকা মার্টিনেজ বাংলা ভাষায় সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন এবং তিনি জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন, এর পাশাপাশি তিনি এই প্রকল্পের গুরুত্বসমূহ তুলে ধরেন এবং তিনি ধন্যবাদ জানান তাঁকে বিশেষ অতিথির হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য।
জনাব কেয়া খান, অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাঁর বক্তব্যে ইউএন উইমেন এবং বিসিসিটিকে ধন্যবাদ জানান এই প্রকল্পটির কাজের গতি সঞ্চারের জন্য। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন, সেই সাথে নারীদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্প সহায়ক হবে বলে তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. মোস্তফা কামাল সবাইকে ধন্যবাদ জানান তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেন, ‘বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন এবং নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং সরকারের সেই বৃহৎ কর্মকাণ্ডের একটি ক্ষুদ্র অংশ এই প্রকল্প, তবে ক্ষুদ্র হলেও এই প্রকল্প কেন গুরত্বপূর্ণ তা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা থেকে তুলে ধরেন কিভাবে দেশের বিভিন্ন প্রান্তের নারীদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে এবং সেগুলো মোকাবেলা করতে এই প্রকল্প কিভাবে সহায়ক ভূমিকা পালন করবে।’
সবশেষে সভাপতির বক্তব্যে বিসিসিটি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রেজাউল হক তাঁর বক্তব্যে এই প্রকল্প সম্পর্কে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত বর্ণনা করেন। বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, এবং নারীর ক্ষমতায়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য। এই প্রকল্প কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের ব্যবহারিক জীবনে নানারকম প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে তা তিনি বর্ণনা করেন। তিনি সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি

