নুরকে মারধরের অভিযোগ মিথ্যা: ভিপি, রোকেয়া হল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের নির্বাচনে বেগম রোকেয়া হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। পাঁচটি ছাত্রী হলের মধ্যে তিনিই একমাত্র ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন।
বিজয়ের কারণ হিসেবে তন্বী বলেন, ‘আমি হলে যখন হলে আসি, তখন থেকে এখন পর্যন্ত আমি ছাত্রলীগ করি। কখনো আমার মধ্যে কোনো অহংকার কাজ করেনি। আমি সবার সঙ্গে কথা বলতাম। তাই হলের সবাই আমাকে পছন্দ করত। আপুরা বলতেন, আমার মতো মেয়েরা যদি এমন জায়গায় আসে তাহলে কিছু না কিছু করার সম্ভাবনা থাকবে।’
ডাকসু নির্বাচনের দিনে রোকেয়া হলের একটি কক্ষে ব্যালট পেপারের প্যাকেটসহ তিনটি ট্রাঙ্ক গোপনভাবে রাখা অবস্থায় ধরা পড়েছিল। তবে এ ঘটনায় ‘ছাত্রলীগের কেউ জড়িত নয়’ বলে দাবি করলেন তন্বী।
প্রশাসনকে দোষারোপ করে তিনি বলেন, ‘ব্যালট পেপারে কোনো সিলগালা বা ক্রস চিহ্ন ছিল না। ম্যাডাম (প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা) যদি সঙ্গে সঙ্গে সেগুলো দেখিয়ে দিতেন তাহলে এই সমস্যা হতো না। ব্যালট পেপারের প্যাকেটসহ তিনটি ট্রাঙ্ক গোপন রাখার বিষয়টি প্রশাসনের।’
নির্বাচনের দিন রোকেয়া হলের ভেতরে কোটা আন্দোলন থেকে উঠে আসা ভিপি প্রার্থী নুরুল হককে ‘মারধরের’ অভিযোগ উঠেছিল ছাত্রলীগের বিরুদ্ধে। তবে অভিযোগটি ‘মিথ্যা’ দাবি করে ইশরাত জাহান তন্বী বলেন, ‘তিনি (নুরুল হক) রোকেয়া হলে এসে দেখছেন ব্যালট পেপারে কোনো ত্রুস চিহ্ন ছিল না। তাই তাকে বলা হয়েছিল তিনি যেন এখানে প্রেস ব্রিফিং করে এ কথা জানিয়ে দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী ভাইও সে সময় ছিলেন। তিনিও বলেছিলেন এটা নুরুলকে দিয়ে বলালে ভালো হবে। এটা যেন না বলতে হয়
সে জন্যই সঙ্গে সঙ্গে তিনি স্লোগান দেওয়া শুরু করলেন এবং মেয়েদের উত্তেজিত করে দিলেন।’
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হকের ওই সময় ‘অজ্ঞান’ হয়ে পড়া প্রসঙ্গে তন্বী বলেন, ‘এভাবে তিনি নাটক করে সবার সিমপ্যাথি নিয়ে বের হয়ে গেলেন। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মেয়েরা পাঞ্জাবি ধরে টান দিলে যদি নুরুলের মাথা ঘুরায় তাহলে আমরা কী করব। মেয়েদের পাঞ্জাবি ধরে টানাটানিতে যদি তার মাথা ঘুরায় তাহলে সে এত বড় জায়গায় লিড দেবেন কীভাবে।’
রোকেয়া হলে ভোটে কারচুপির অভিযোগ এনে আন্দোলনে নেমেছে বিক্ষুব্ধ ছাত্রীরা। আন্দোলনরত ছাত্রীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন তিনটি ছাত্রী হল সংসদের নির্বাচনে জয়ী হওয়া ২১ জন স্বতন্ত্র প্রার্থী৷
এই আন্দোলন নিয়ে হলটির নবনির্বাচিত ভিপি তন্বী বলেন, ‘নির্বাচনে আমার বিপক্ষে যারা পরাজিত হয়েছে তারাই নীলনকশা করে এই আন্দোলনে নেমেছে। তারা প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছে। এটা প্রশাসন ও তাদের ব্যাপার।’
রোকেয়া হলে ভিপি নির্বাচিত হওয়ায় কর্মপরিকল্পনা নিয়ে তন্বী বলেন, ‘হলে আগে মায়েদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আমি চেষ্টা করব যেন হলে মায়েদের প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। এ ছাড়া নির্বাচনী ইশতেহারের দেয়া আমার ২৮টি
প্রতিশ্রুতির প্রতিটি পালন করব নিশ্চিত।’
সূত্র : দৈনিক আমাদের সময় অনলাইন
- বিশ্বকাপ জয় প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য নেইমারের
- ঋণের চাপে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
- আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত
- ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা
- ‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’
- পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে
- ‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
- ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না’
- দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
- সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
- যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন চুক্তি
- শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন?
- দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা
- প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
- কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
- সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি
- গণভোট নিয়ে নানা শঙ্কা
- ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ
- বরের জুতা লুকানোয় সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে
- খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- নারী সাংবাদিকতার সংগ্রাম ও সম্ভাবনার দলিল
- ‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’
- পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল
- নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের
- আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার
- উসকানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় হামলা: উদীচী
- ‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী থাকা গুরুত্বপূর্ণ’
- তদন্তে জানা গেল, মেসিকে আনতে কত খরচ করেছে ভারত
- ফেসবুকে লিংক শেয়ারকারীদের জন্য দুঃসংবাদ









