ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:২০:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রাণ বাঁচাতে গাজা ছাড়ছেন অধিবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ইসরাইলের ‘এলাকা ছাড়ো’ নির্দেশনায় পড়ি-মরি করে গাজা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। রাস্তা ধরে ছুটছিল নিরুপায় পরিবারগুলো পালাচ্ছেন। পালাতে পালাতে সাগরপাড়ে ভিড় জমাচ্ছেন তারা। 

রোববার ভূমধ্যসাগরের কূলঘেষা দক্ষিণ গাজার লম্বা সৈকতে চোখে পড়ে হাজার হাজার উদ্বাস্তু কাফেলা। হেঁটে, পিকআপ ট্রাকে করে রাস্তা পাড়ি দিচ্ছিল অসহায় ফিলিস্তিনিরা। সেসব যানবাহনে ভারী ভারী আসবাবপত্র দেখা যায়। গাজা সিটির দক্ষিণে নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে উপকূলীয় রাস্তা ধরে ছুটছিল নিরুপায় পরিবারগুলো। খবর আলজাজিরার।

এদিন বড় বড় ভবনগুলোকে টার্গেট করে রোববার হামলা চালিয়েছে ইসরাইলিরা। মুহূর্তে ধসে পড়ে ২০ তলা/১০ তলার মতো আকাশ ছোঁয়া আবাসিক ভবনগুলো। সে সময় আকাশের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। 

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া জেলার বাসিন্দা ৪৫ বছর বয়সি উম্মে আলা শাবান বলেন, ‘ভোর থেকে বোমাবর্ষণ বন্ধ হয়নি। আমরা সারা রাত ঘুমাইনি... গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ এখনো থামেনি’। 

এর আগে গাজা সিটির রেমাল এলাকায় ইসরাইলি সেনাবাহিনী আবারও জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দেয়। সেনাবাহিনীর এক মুখপাত্র এক বার্তায় বলেন, ‘আপনার নিরাপত্তার জন্য আপনাকে সরাসরি দক্ষিণে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে চলে যেতে হবে।’

গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষের বাস। ইসরাইলি হুকুমে ইতোমধ্যেই ২ লাখ ৫০ হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে এ সংখ্যাটি ৬৮,০০০ এর কাছাকাছি।

এ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম আলজাজিরাকে জানান, গাজার কোনো এলাকা নিরাপদ নয়, এমনকি ‘মানবিক অঞ্চল’ও নয়। 

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে-সরাসরি বা পরিকল্পিতভাবে স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ ও অন্যান্য নাগরিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে ইসরাইল। 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪,৮৭১ জন নিহত এবং ১,৬৪,৬১০ জন আহত হয়েছেন।