ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২১:০২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাথমিকের সকল কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অফিসিয়াল ড্রেস কোড না মেনে ভার্চুয়াল সভা ও কর্মশালায় অংশ নেওয়ার কারণে এ নির্দেশনা জারি করা হয়।

গত ২৬ আগস্ট অধিদফতরের প্রশান বিভাগের জারি করা চিঠি সকল পরিচালক, বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ড্রেস কোড অনুসরণ না করে ক্যাজুয়াল পোশাক পরিধান করে দফতরে এবং বিভিন্ন ভার্চুয়াল সভা/কর্মশালায় অংশ নিচ্ছেন। দফতর ও সভা, কর্মশালা চলাকালীন তাদের অবস্থান ও কথা বলাসহ বিভিন্ন আচরণে দাফতরিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। ফলে দাফতরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এই পরিস্থিতিতে দাফতরিক সকল ক্ষেত্রে ড্রেস কোড অনুসরণ এবং আচরণে শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনার কথা বলা হয় চিঠিতে।

-জেডসি