ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২০:৩২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদি গুলিবিদ্ধ সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যে আগ্রহ দর্শনার্থীদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরুর তিন দিন পেরুলেও এখনও ঠিকঠাক জমে ওঠেনি মেলা প্রাঙ্গণ। বর্তমানে যারা আসছেন, তাদের মধ্যে বেশিরভাগই আসছেন ঘোরার আগ্রহ নিয়ে। পণ্য কিনছেন খুবই কম সংখ্যক মানুষ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭ তম আসর ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। 

মেলাপ্রাঙ্গণে দেখা যায়, ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে ভিড় কিছুটা বেশি। ইলেকট্রনিক্স পণ্যের নতুন ইনোভেশনগুলো ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আর বিক্রেতারা তাদের পণ্য নিয়ে দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন। তবে এবার এক্সিবিশন সেন্টারের ভিতরে হাতেগোনা কয়েকটি স্টল হয়েছে ইলেকট্রনিক্স পণ্যের।

এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবচাইতে বড় আয়োজন করেছে ওয়ালটন গ্রুপ। তারা এবার মেলায় তাদের কোন পণ্য বিক্রি করবে না। তারা শুধুমাত্র নতুন ইনোভেশনগুলো ক্রেতাদের সামনে প্রদর্শনীর জন্য এনেছে।

ওয়ালটনের স্টল ঘুরে দেখা যায়, ফ্রিজ, টিভি, সিপিইউ, মনিটর, কম্পিউটার এক্সেসরিজ, ল্যাপটপ, মোটরসাইকেল, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াশিং মেশিন, বাল্ব, লিফট, সিমুলেশন মেজর সেফটি কম্পনেন্টসহ নতুন নানা পণ্যের পসরা বসিয়েছে তারা।

ভিশন ইলেকট্রনিক্স স্টলের ক্যাশ ম্যানেজার সৈকত বলেন, এখনও তেমন বিক্রি শুরু হয়নি। ক্রেতারা আসছেন, দেখছেন, কোন জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদের থেকে জানছেন। মেলা উপলক্ষে আমরা ওয়াশিং মেশিনে ১০ শতাংশ এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর ১০ শতাংশ ছাড় দিচ্ছি।

ভিস্তা ইলেকট্রনিক্সের ক্যাশ ম্যানেজার মেহেদী হাসান সুলতান ঢাকা পোস্টকে বলেন, মাত্র তো দুদিন হল আমরা এসেছি। এখনো তেমন বিক্রি শুরু হয়নি। আমাদের টেলিভিশনগুলো তারা দেখছেন। চেষ্টা করেছি ক্রেতাদের জন্য ভালো মানের কিছু পণ্য উপহার দিতে। মেলা উপলক্ষে আমরা মডেলভেদে টেলিভিশনগুলোতে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি।

জেভিকো স্টল থেকে জানানো হয়, তাদের এখানে শুধুমাত্র টেলিভিশন এবং এসি রয়েছে। তারা ৩২ থেকে ৭৫ ইঞ্চি টেলিভিশনে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া তাদের এসি কম্প্রেসার এবং টেলিভিশনের প্যানেলে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে।

আকাশ ডিটিএইচ একটি স্টল নিয়েছে মেলায়। মেলা থেকে কোন ক্রেতা যদি অর্ডার করেন তাকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। একইসঙ্গে সেই ডিটিএইচ গ্রাহকের বাসায় বিনামূল্যে ইন্সটল করে দিয়ে আসবে আকাশ কর্তৃপক্ষ।

এদিকে মিস্টার হাইটেক পার্ক লিমিটেডের স্টল ঘুরে দেখা গিয়েছে, তাদের এখানেও লোকজন আসা যাওয়ার মধ্যে আছে। সাধারণত তারা পণ্যগুলোতে ৭ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া ৬০০ লিটারের দুইটি আলাদা ফ্রিজে তারা ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। অন্যদিকে বড় টেলিভিশনগুলোতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।