ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৬:২৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

বিদেশ ফেরতদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউ সামালে অনেকটা আটঘাট বেঁধে মাঠে নেমেছে সরকার। ইতোমধ্যে জনসম্মুখে মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এ মাস্ক পরিধান তদারকিতে দেশের সবস্থানে ভ্রাম্যমান আদালতও পরিচালিত হচ্ছে। এবার বিদেশ থেকে আগতদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

আজ রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেছেন, দুই একদিনের মধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হবে। খুব শিগগিরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ক্যাম্পে করোনা টেস্টের স্যাম্পলিং বুথ স্থাপন করা হবে।

প্রসঙ্গত, সারা বিশ্বে দ্বিতীয়/তৃতীয় দফায় করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। বাংলাদেশেও প্রতিদিন উল্লেখযোগ্য করোনা রোগী শনাক্ত হচ্ছে।

-জেডসি