ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৩৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

বিশ্বে করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে। দেশটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ১৯২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১০৭ জন। তাইওয়ান মৃত্যু ৭০ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৬২৯। মেক্সিকোতে মৃত্যু ৫৯ জন এবং আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ব্রাজিলে মৃত্যু ৪২ জন এবং আক্রান্ত ১২ হাজার ৭১৬।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।