বিস্মৃতির আড়ালে সুমিতা দেবী
শিহাব শাহীন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার
বিস্মৃতির আড়ালে চলে গেছেন ষাটের দশকের ব্যস্ততম অভিনেত্রী-সুমিতা দেবী। মানিকগঞ্জের মেয়ে সুমিতা। মা-বাবার দেয়া নাম ছিল হেনা ভট্টাচার্য।
প্রায় চার দশক ধরে প্রসারিত সুমিতার অভিনয় জীবন শুরু হয়েছিল পঞ্চাশের দশকের শেষ দিকে। বিশিষ্ট চলচ্চিত্রকার ফতেহ লোহানীর আসিয়া (১৯৫৭) ছবির মাধ্যমে। আসিয়া ছবিতে অভিনয় করার সময়েই ফতেহ লোহানী হেনার নাম পাল্টিয়ে নতুন নাম দেন `সুমিতা দেবী’। আসিয়া ১৯৬১ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
গত শতকের ষাটের দশকে ঢাকার চলচ্চিত্র জগতের ব্যস্ততম অভিনেত্রী সুমিতা দেবী পঞ্চাশের অধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করেন আরো শতাধিক চলচ্চিত্রে।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে, কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), এই তো জীবন (১৯৬৪), দুই দিগন্ত (১৯৬৪), আগুন নিয়ে খেলা (১৯৬৭), অভিশাপ (১৯৬৭), এ দেশ তোমার আমার, বেহুলা, ওরা ১১ জন ও আমার জন্মভূমি। সর্বশেষ অভিনয় করেছিলেন ২০০০ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছবিতে।
বাংলা ছবির পাশাপাশি বেশ কয়েকটি উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়া আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত নামে পাঁচটি চলচ্চিত্র তিনি প্রযোজনা করেন।
অমূল্য লাহিড়ীর সাথে সুমিতা দেবীর প্রথম বিয়ে হলেও তা দীর্ঘস্থায়ী হয় নি। চলচ্চিত্র জগতে প্রবেশের পর পরই তিনি ঢাকার চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ, ধীমান চলচ্চিত্রকার জহির রায়হানের সংস্পর্শে আসেন। সুমিতা দেবী ১৯৬১ সালে নিলুফার বেগম নাম নিয়ে জহির রায়হানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অবশ্য চলচ্চিত্র জগতে পূর্বের সুমিতা দেবী নাম নিয়েই পরিচিত ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুমিতা দেবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী ছিলেন। অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬২ সালে অল পাকিস্তান ক্রিটিক অ্যাওয়ার্ড এবং ১৯৬৩ সালে নিগার প্রাইজ সম্মানে ভূষিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাচসাস পুরস্কার এবং টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার লাভ করেন।
২০০৪ সনের ৬ জানুয়ারি সুমিতা দেবী প্রয়াত হন।
- ‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’
- ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
- খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
- পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
- যমজ সন্তান জন্ম, মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’

